সুদের হার কমলেও বাড়তে পারে মুদ্রাস্ফীতি

রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমল ২৫ বেসিস পয়েন্ট। শীর্ষ ব্যাঙ্ক সুদের হার কমালেও বাজারের প্রত্যাশা পুরোপুরি মিটল না। । আশঙ্কা আরও বাড়িয়ে দিল চলতি অর্থ বর্ষে খরার ভ্রুকুটি। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের মুদ্রাস্ফীতি বাড়ার ইঙ্গিত আরও বিপদ বাড়াল। আশঙ্কার জোড়া ফলার ফল হল হাতে নাতে। দিনভর ধাপে ধাপে নেমে এল শেয়ার সূচক।

Updated By: Jun 2, 2015, 11:04 PM IST
সুদের হার কমলেও বাড়তে পারে মুদ্রাস্ফীতি

ওয়েব ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমল ২৫ বেসিস পয়েন্ট। শীর্ষ ব্যাঙ্ক সুদের হার কমালেও বাজারের প্রত্যাশা পুরোপুরি মিটল না। । আশঙ্কা আরও বাড়িয়ে দিল চলতি অর্থ বর্ষে খরার ভ্রুকুটি। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের মুদ্রাস্ফীতি বাড়ার ইঙ্গিত আরও বিপদ বাড়াল। আশঙ্কার জোড়া ফলার ফল হল হাতে নাতে। দিনভর ধাপে ধাপে নেমে এল শেয়ার সূচক।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে। বাজারের দাবি মেনেই তাই এবছর দু-দুবার সুদ কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ফলে প্রত্যাশাও ছিল অনেকটাই। বাজার চাইছিল সুদ কমুক ৫০ বেসিস পয়েন্ট। কিন্তু এবারে ২৫ বেসিস পয়েন্ট কমে রেপো রেট করা হল ৭.২৫ শতাংশ। এবারে কেন রাশ টানলেন রঘুরাম রাজন। ঋণনীতির ঘোষণা করতে গিয়ে সেই কারণটাও নিজেই জানিয়ে দিলেন রিজার্ভব্যাঙ্কের গভর্নর। 

একদিকে বর্ষায় ঘাটতির আশঙ্কা। সঙ্গে আবার মুদ্রাস্ফীতির কালো মেঘ।ঘাটতির আশঙ্কাটা নিজেই শোনালেন রাজন। তাই সুদ কমলেও বাজার চাঙ্গা হল না। উল্টো বেলা যতো বাড়ল, ততই নামতে শুরু করে সেনসেক্স।

.