মোদীর ভয়ে পাকিস্তানে চার বার আস্তানা বদলেছে দাউদ, জেরায় জানাল ভাই

Updated By: Sep 21, 2017, 01:24 PM IST
মোদীর ভয়ে পাকিস্তানে চার বার আস্তানা বদলেছে দাউদ, জেরায় জানাল ভাই

ওয়েব ডেস্ক: পাকিস্তানে লুকিয়ে রয়েছে ভারতের মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিম। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে তার নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। অতর্কিতে হামলার আশঙ্কায় পঞ্চাশ শতাংশ নিরাপত্তা বেড়েছে দাউদের। দাউদের ভাই ইকবাল কাসকরকে জেরা করে এমনটা জানতে পেরেছেন তদন্তকারীরা। সম্প্রতি তোলাবাজির মামলায় দাউদের ভাইকে গ্রেফতার করেছে থানে পুলিশ। 

জেরায় ইকবাল জানিয়েছে, ২০১৪ সালের পর থেকে মোদীর ভয়ে দাউদ চার বার নিজের আস্তানা বদলেছে। ভারতীয় বাহিনী তাকে হত্যা করতে পারে এই আশঙ্কায় বার বার আস্তানা বদলেছে একসময় মুম্বইয়ের ডন। তবে ভারতের বাসিন্দা পরিবারের সদস্যদের সঙ্গে এখনও দাউদের ‌যোগাযোগ রয়েছে। তাদের সবরকম সাহা‌য্যও করে সে। 

দাউদ ইব্রাহিম পাকিস্তানে লুকিয়ে রয়েছে বলে দাবি করে আসছে ভারত। তার ভাইয়ের স্বীকারোক্তিতে ভারতের দাবির ভিত্তি আরও শক্ত হল। দাউদের বেআইনি ব্যবসার ব্যাপারেও মুখ খুলেছে ইকবাল কাসকর। মাদকপাচার থেকে তোলাবাজি, দাউদ যে বহাল তবিয়তে ভারতে কারবার চালিয়ে তা খোলসা করেছে এই মাফিয়া। 

আরও পড়ুন, পুলিসের জালে দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকর

.