রাজধানীতে জন লোকপাল বিতর্ক: মুখ্যমন্ত্রীত্ব ছাড়ার হুমকি কেজরিওয়ালের, আপ প্রধানের পদত্যাগের হুমকি নিছক রণ কৌশল বলে ওড়াল কংগ্রেস

বিধানসভায় জন লোকপাল ও স্বরাজ বিল পাস না হলে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের হুমকি দিলেন রাজধানীর অধুনা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির আহ্বায়ক স্পষ্ট ভাষায় রবিবার জানিয়েছেন তাঁর কাছে কোনও পদই জন লোকপাল ও স্বরাজ বিলের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। দেশ থেকে দূর্নীতি দূর করতে তিনি তাঁর পদ ত্যাগ করতে প্রস্তুত বলে জানিয়েছেন আপ সুপ্রিমো।

Updated By: Feb 10, 2014, 09:08 AM IST

বিধানসভায় জন লোকপাল ও স্বরাজ বিল পাস না হলে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের হুমকি দিলেন রাজধানীর অধুনা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির আহ্বায়ক স্পষ্ট ভাষায় রবিবার জানিয়েছেন তাঁর কাছে কোনও পদই জন লোকপাল ও স্বরাজ বিলের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। দেশ থেকে দূর্নীতি দূর করতে তিনি তাঁর পদ ত্যাগ করতে প্রস্তুত বলে জানিয়েছেন আপ সুপ্রিমো।

চলতি মাসের ১৩ তারিখ দিল্লি বিধানসভায় জন লোকপাল ও স্বরাজ বিল পেশ করা হবে। আপ সরকার চাইছে ইন্দিরাগান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আগামী ১৬ ফেব্রুয়ারি জন লোকপাল ও স্বরাজ বিল পাস করাতে।

রাজধানীতে সরকার ধরে রাখতে আম আদমি পার্টি কংগ্রেসের সমর্থনের উপর নির্ভরশীল। এই অবস্থায় কংগ্রেস যদি এই বিল দুটি পাস হওয়ায় বিরোধীতা করে সেক্ষেত্রে তাঁর ভূমিকা কী হবে জানতে চাওয়া হলে কেজরিওয়াল জানান সেক্ষেত্রে তাঁর সরকার পড়ে গেলেও তাঁদের কিছুই আসে যায় না। কারণ মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তিনি রাজনিতীতে যোগদান করেননি বলে দাবি জানিয়েছেন কেজরিওয়াল।

আপ সরকার আগে জানিয়েছিল জন লোকপাল বিল পাস করাতে কেন্দ্রীয় সরকারের সমত্তির প্রয়োজন নেই। কেজরিওয়াল দাবি করেছিলেন পুলিস, জমি, আইন-শৃঙ্খলা ব্যাতীত সংবিধান অনুযায়ী আর কোনও আইন পাস করাতে দিল্লির সরকার কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল নয়।

২০০২ সালের একটি নির্দেশিকা অনুযায়ী বিধানসভায় কোনও বিল পাস করাতে কেন্দ্রীয় সরকারের অনুমতির উপর নির্ভরশীল দিল্লির সরকার। রাজধানীর আপ সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি লিখে এই নির্দেশিকা প্রত্যাহারের দাবি করা হয়েছে আগেই। অন্যদিকে, কংগ্রেস ও বিজেপি উভয়ইঙ্গভিযোগ এনেছে দুর্নীতি বিরোধী বিল পাস করাতে অসাংবিধানিক আচরণ করছে কেজরিওয়াল সরকার।

অন্যদিকে, আপ -এর পক্ষ থেকে পালটা অভিযোগ আনা হয়েছে কমনওয়েলথ গেমসে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়ার পর থেকেই এই দুটি বিলের বিরোধীতা করছে কংগ্রেস। তার সঙ্গে তাল মেলাছহে বিজেপিও।

ডিপিসিসি সুপ্রিমো অরবিন্দ সিং লাভলি অবশ্য আপ এর সব অভিযোগ অস্বীকার করেছেন। জানিয়েছেন ``কংগ্রেস সব সময়ই জন লোকপাল বিলের পক্ষে ছিল। আপ সরকারের প্রতি আমাদের একটাই অনুরোধ সমগ্র প্রক্রিয়াটি যেন নির্দিষ্ট নিয়ম মেনে হয়। মুখ্যমন্ত্রী সংবিধানের উর্ধে নন।``

তবে কেজরিওয়ালের পদত্যাগের হুমকি নিছক রণকৌশল ছাড়া আর কিছুই নয় বলে দাবি করেছেন লাভলি। তাঁর মতে দায়িত্ব থেকে পালাতে চেয়েই আপ প্রধান পদত্যাগের হুমকি দিচ্ছেন।

.