বান্দিপোরার পর হান্দওয়ারা, গুলির লড়াইয়ে খতম ৩ পাকিস্তানি জঙ্গি

দুদিন আগেই সেনার গুলিতে নিহত হয় লকভির ভাগ্নে ওবেইদ

Updated By: Nov 21, 2017, 11:13 AM IST
বান্দিপোরার পর হান্দওয়ারা, গুলির লড়াইয়ে খতম ৩ পাকিস্তানি জঙ্গি

নিজস্ব প্রতিবেদন: বান্দিপোরার পর হান্দওয়ারা। জঙ্গি দমনে ফের সাফল্য পেল সেনাবাহিনী। শনিবার বান্দিপেরায় ৬ পাক জঙ্গিকে খতম করার পর মঙ্গলবার হান্দওয়ারা মাগাম এলাকায় সোনবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মারা গেল ৩ লস্কর জঙ্গি। এরা সবাই পাকিস্তানি বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের জিডি এস পি বেদ।

উল্লেখ্য, শনিবার কাশ্মীরের বান্দিপোরায় সেনাবাহিনীর গুলিতে নিহত হয় মুম্বই হামলার মাস্টারমাইন্ড জাকিউর রহমান লকভির ভাগ্নে ওবেইদ সহ মোট ৬ জঙ্গি। ওই এনকাউন্টারে শহিদ হন বায়ুসেনার এক কমান্ডোও। এনিয়ে লকভির পরিবারের তৃতীয় সদস্য কাশ্মীরে লড়তে এসে মারা গেল। এর আগে কাশ্মীরে এনকাউন্টারে মারা ‌যায় ওবেইদের বড়ভাই মুসাইব। ২০০৭ সালে মারা ‌যায় লকভির ২০ বছরের ছেলে মহম্মদ কাসিম।

অারও পড়ুন-'রাজনীতির কথা শুনেই মাথা নাড়াতেন প্রিয়'

.