ফুঁসছে ঝিলম, প্রকৃতির রোষে বন্যা কবলিত ভূস্বর্গে মৃত অন্তত ১৭, নিখোঁজ ২১

ফুঁসছে ঝিলম। রাতভর বৃষ্টিতে ধসে গেছে প্রচুর কাঁচা বাড়ি। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। প্রাকৃতিক বিপর্যয়ে ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরে মৃত্যু হয়েছে ২৬ জনের। নিখোঁজ ২১ জন। আরও আশঙ্কা বাড়িয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামি পাঁচ-ছ দিনও ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে জম্মু কাশ্মীরে।

Updated By: Mar 31, 2015, 12:03 PM IST
ফুঁসছে ঝিলম, প্রকৃতির রোষে বন্যা কবলিত ভূস্বর্গে মৃত অন্তত ১৭, নিখোঁজ ২১

শ্রীনগর: ফুঁসছে ঝিলম। রাতভর বৃষ্টিতে ধসে গেছে প্রচুর কাঁচা বাড়ি। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। প্রাকৃতিক বিপর্যয়ে ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরে মৃত্যু হয়েছে ২৬ জনের। নিখোঁজ ২১ জন। আরও আশঙ্কা বাড়িয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামি পাঁচ-ছ দিনও ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে জম্মু কাশ্মীরে।

ইতিমধ্যেই বন্যা কবলিত জম্মু-কাশ্মীরের জন্য কেন্দ্র সরকার ২০০ কোটি টাকার ত্রাণ ঘোষণা করে দিয়েছে।

শ্রীনগর, রজৌরি, পুঞ্চ, জম্মু। সর্বত্রই এই ছবি। ছমাস কাটতে না কাটতেই ফের বিধ্বংসী বন্যার ছোবলে ধুঁকছে কাশ্মীর উপত্যকা। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল শনিবারই। রবিবার রাতে টানা বৃষ্টির জেরে পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়।

রবিবার সকাল থেকেই বিপদসীমার উপর দিয়ে বইছিল ঝিলম। উপত্যকায় জারি হয় বন্যার সতর্কতা। একাধিক জায়গায় ধসের ফলে বন্ধ হয়ে যায় শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক। মাটিতে মিশে যায় বহু কাঁচা বাড়ি। আটকে পড়েন অনেকে।

নদী সংলগ্ন এলাকায় বসবাসকারীদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। শ্রীনগরে পৌছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরিস্থিতির মোকাবিলায় সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র। বন্যাকবলিতদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

পরিস্থিতি এমনিতেই ভয়ঙ্কর। তার মধ্যেই আশঙ্কা বাড়িয়ে দিয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। মেট অফিসের পূর্বাভাস, আগামি পাঁচ-ছ দিনও ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে জম্মু কাশ্মীরে। যাবতীয় ত্রাণবিলি ও উদ্ধারকাজের মধ্যে আবহাওয়া দফতরের এই পূর্বাভাসই বুকের ধুকপুকানি বাড়াচ্ছে প্রশাসনের।

তবে এত কিছুর মধ্যে আশার কথা একটাই, ঝিলমের জলস্তর নামতে শুরু করেছে।

 

.