বিচারক লোয়ার মৃত্যুরহস্য উন্মোচনে রাষ্ট্রপতির দ্বারস্থ বিরোধী সাংসদরা

বিচারক লোয়ার রহস্যমৃত্যু তদন্ত দাবি করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হলেন ১১৪ জন বিরোধী সাংসদ। সুপ্রিম কোর্টের নজরদারিতে বিশেষ তদন্তকারী দল গঠন করার দাবি জানিয়ে শুক্রবার রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিলেন তাঁরা। এদিন রাষ্ট্রপতির হাতে স্মারকলিপিটি তুলে দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুলের কথায়, স্মারকলিপিটি গ্রহণের সময় সদর্থক মনোভাব দেখিয়েছেন রাষ্ট্রপতি।

Updated By: Feb 9, 2018, 08:22 PM IST
বিচারক লোয়ার মৃত্যুরহস্য উন্মোচনে রাষ্ট্রপতির দ্বারস্থ বিরোধী সাংসদরা

ওয়েব ডেস্ক: বিচারক লোয়ার রহস্যমৃত্যু তদন্ত দাবি করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হলেন ১১৪ জন বিরোধী সাংসদ। সুপ্রিম কোর্টের নজরদারিতে বিশেষ তদন্তকারী দল গঠন করার দাবি জানিয়ে শুক্রবার রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিলেন তাঁরা। এদিন রাষ্ট্রপতির হাতে স্মারকলিপিটি তুলে দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুলের কথায়, স্মারকলিপিটি গ্রহণের সময় সদর্থক মনোভাব দেখিয়েছেন রাষ্ট্রপতি।

স্মারকলিপি প্রদান কর্মসূচিতে এদিন হাজির ছিলেন ১৩টি রাজনৈতিক দলের সদস্যরা। এর মধ্যে কংগ্রেস, বামপন্থী দলগুলি ছাড়াও ছিল এনসিপি, রাজদ, ডিএমকে, আপ, সপা ও বসপা। স্মারকলিপিতে মোট ১১৪ জন সাংসদের স্বাক্ষর রয়েছে বলে জানানো হয়েছে। স্মারকলিপির বয়ান অনুসারে, `আইনের সর্বমান্যতা বজায় রাখতে আমাদের অনুরোধ আপনি (রাষ্ট্রপতি) ব্যাপারটিতে হস্তক্ষেপ করুন। 

স্মারকলিপি পেশ করে বেরিয়ে রাহুল গান্ধী সাংবাদিকদের জানান, 'বিচারক লোয়া-সহ অন্য ২ ব্যক্তির রহস্যমৃত্যুর তদন্ত দাবি করে স্মারকলিপি দিয়েছি। রাষ্ট্রপতি ইতিবাচকভাবে স্মারকলিপি গ্রহণ করেছেন।‍' 

বিরোধী সাংসদদের দাবি, এই রহস্য উন্মোচনে আদালতের নজরদারিতে বিশেষ তদন্তকারী দল গঠন অত্যন্ত দককারি। সিবিআই বা এনআইএ তদন্ত করে সঠিক তথ্য বার করতে পারবে না।

বলে রাখি, শুক্রবারই সুপ্রিম কোর্টে শুরু হয়েছে বিচারক লোয়ার মৃত্যু রহস্য উন্মোচনের দাবিতে দায়ের মামলার শুনানি। প্রধান বিচারপতি দীপককুমার মিশ্রর বেঞ্চে মামলার শুনানির প্রথম দিনে সওয়াল অসম্পূর্ণ থাকায় ফের সোমবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। 

 

.