কঠিন প্রশ্ন এড়াতে ছুটি অশোক গাঙ্গুলি

Justice ganguly went for 2 days leave . West Bengal Chief Minister Mamata Banerjee has twice written to President Pranab Mukherjee asking him to take appropriate action urgently against Justice Ganguly.

Updated By: Dec 7, 2013, 04:22 PM IST

শিক্ষানবিসকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিচারপতির বিরুদ্ধে ক্রমশ চাপ বাড়ছে। এই মুহূর্তে যেখানেই যাচ্ছেন তিনি পিছু নিচ্ছে সংবাদমাধ্যমের ক্যামেরা। অস্বস্তিকর প্রশ্ন এড়াতে তাই ছুটিতে গেলেন অশোক কুমার গাঙ্গুলি।

শুক্রবার থেকে দু`দিনের ছুটিতে গিয়েছেন তিনি। কারণ দেখিয়েছে ব্যক্তিগত। বর্তমানে পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশনের প্রধান হিসাবে কাজ করছেন তিনি। যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর থেকেই তাঁর পদত্যাগের দাবি উঠতে শুরু করে। তবে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব কিছুই বলতে চাননি তিনি।

অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করতে চলেছে পুলিস। বয়ান রেকর্ডের জন্য অভিযোগকারী তরুণীকে চিঠি পাঠানো হয়েছে। তাঁর বয়ানের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করতে চায় দিল্লি পুলিস।

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রাথমিকভাবে যৌন হেনস্থার প্রমাণ মেলার কথা জানিয়েছে সুপ্রিম কোর্টের তদন্ত কমিটি। যদিও, বৃহস্পতিবার প্রধান বিচারপতি পি সদাশিবম জানিয়ে দেন, অশোক কুমার গঙ্গোপাধ্যায় অবসর নেওয়ায় তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ আদালত কোনও ব্যবস্থা নেবে না।

.