বেঙ্গালুরুতে প্রার্থী 'কোটপতি' চা বিক্রেতা

জমি কেনাবেচার ব্যবসাই পি অনিল কুমারের জীবনের মোড় ঘুড়িয়ে দেয়। 

Updated By: Apr 21, 2018, 05:42 PM IST
বেঙ্গালুরুতে প্রার্থী 'কোটপতি' চা বিক্রেতা

নিজস্ব প্রতিবেদন: ছোটবেলায় নিজের চা বিক্রির কথা গর্ব করে শোনান প্রধানমন্ত্রী। কর্ণাটক ভোটেও উত্থান হয়েছে এক চা বিক্রেতার। বেঙ্গালুরুর বোম্মানাহাল্লিতে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন 'কোটিপতি' চা বিক্রেতা। 

এক সময় চা বিক্রি করে সংসার চালাতেন পি অনিল কুমার। এখন তিনি ৩৩৯ কোটি টাকার মালিক তিনি। নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নে পেশের সময় হলফনামায় এই হিসাবই দিয়েছেন। অনিল কুমারের গাড়িশালে রয়েছে ১৬টি বিদেশি গাড়ি। তিনিই কর্ণাটকের সবচেয়ে ধনী নির্দল প্রার্থী। 

আদতে কেরলের বাসিন্দা অনিল কুমার। বাবা মারা যাওয়ার পর সংসার টানতে চা বিক্রি করতেন তিনি। মা পরিচারিকার কাজ করতেন। অশ্রুসজল চোখে ব্যবসায়ী অনিল কুমারের বলেন, ''মা চারটি ইডলি পেতেন। আগে আমাদের খাওয়াতেন। তার পর নিজে খেতেন।'' 

বিয়ের পর ভাগ্য পরিবর্তন হয় পি অনিল কুমারের। নিজের বাড়ি তৈরির জন্য একটি জমি কিনেছিলেন। সে জমিরই দ্বিগুণ দাম পেয়েছিলেন তিনি। এরপর জমি কেনাবেচার ব্যবসা শুরু করেন। মাত্র ৬ বছরেই কোটিপতি হন অনিল কুমার। ৮ বছর আগে নিজের একটি নির্মাণ সংস্থা খোলেন তিনি। 

আরও পড়ুন- বিজেপি ছাড়লেন মোদী বিরোধী যশবন্ত সিনহা
 
বোম্মানাহাল্লিতে পি অনিল কুমারের সঙ্গে লড়াই বিজেপির সতীশ রেড্ডি। তবে আত্মবিশ্বাস বেঙ্গালুরুর কোটিপতি ব্যবসায়ী। 

আরও পড়ুন- হারের আশঙ্কায় দুটি আসনে প্রার্থী হতে পারেন সিদ্দারামাইয়া

.