হারের আশঙ্কায় দুটি আসনে প্রার্থী হতে পারেন সিদ্দারামাইয়া

 দুটি আসনে লড়াই নিয়ে হাইকম্যান্ডের সঙ্গে তাঁর কথা হয়নি বলে জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। 

Updated By: Apr 21, 2018, 05:32 PM IST
হারের আশঙ্কায় দুটি আসনে প্রার্থী হতে পারেন সিদ্দারামাইয়া

নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকে বিধানসভা ভোটের আগে নিজের জয় নিয়ে কি আশঙ্কায় ভুগছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া? সেজন্যই কি দুটি আসনে লড়াইয়ের ভাবনাচিন্তা করছেন তিনি? কর্ণাটকের রাজনীতিতে চর্চা এখন এই দুটি প্রশ্ন নিয়েই। চামুণ্ডেশ্বরী আসনে প্রার্থী হয়েছেন সিদ্দারামাইয়া। বাদামি আসনে তিনি প্রার্থী হতে পারেন বলে খবর। তবে এব্যাপারে এখনও হাইকম্যান্ডের সঙ্গে তাঁর কথা হয়নি বলে জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। 

১২ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে চামুণ্ডেশ্বরী আসনে প্রার্থী হয়েছেন সিদ্দিরামাইয়া। কর্ণাটকের রাজনৈতিক মহলে গুঞ্জন, ওই আসনে সিদ্দারামাইয়াকে হারানোর জন্য গোপনে রফা করেছে জনতা দল সেকুলার ও বিজেপি। সূত্রের খবর, রফার খবর পৌঁছেছে সিদ্দার কানেও। সে কারণে কোনও ঝুঁকি নিতে নারাজ মুখ্যমন্ত্রী। উত্তর কর্ণাটকে 'নিরাপদ' বাদামি আসনেও প্রার্থী হতে চাইছেন তিনি।  

উল্লেখ্য, বাদামি আসনে কোনও প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। সিদ্দারামাইয়ার কথায়, ''বাদামি আসনে আমার প্রার্থী হওয়া নিয়ে এখনও হাইকম্যান্ডের সঙ্গে আলোচনা করিনি।'' ২২৫ আসনের কর্ণাটক বিধানসভা ভোটের ফলপ্রকাশ ১৫ মে।

আরও পড়ুন- শিশু ধর্ষণে মৃত্যুদণ্ড, পকসো সংশোধনী অর্ডিন্যান্সে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

.