ম্যাজিক ফিগারের খুব কাছে কংগ্রেসে- কর্ণাটকের রায় লাইভ আপডেট

কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। গণনার প্রাথমিক প্রবণতা অনুযায়ী কংগ্রেস কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও খুব একটা পিছিয়ে নেই বিজেপি ও জনতা দল সেকুলার। লড়াইয়ে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার কর্ণাটক জনতা পক্ষও।

Updated By: May 8, 2013, 10:11 AM IST

কর্ণাটকের সিংহাসনে কে বসবেন তারই গণনা চলছে। শুধু কর্ণাটক নয় গোটা দেশের কাছেই এই রাজ্যের ভোটের রায় খুব গুরত্বপূর্ণ। জাতীয় রাজনীতিতে কোণঠাসা কংগ্রেসকে কি অক্সিজেন জোগাবে কর্ণাটকের রায়, নাকি দক্ষিণ ভারতের একমাত্র দুর্গ কর্ণাটককে ক্ষমতা ধরে রাখবে বিজেপি। বি এস ইয়েদুরাপ্পার কতটা দাগ কাটবেন। সব কিছু নিয়েই থাকল কর্ণাটকের রায়ের লাইভ আপডেট।
মোট আসন-২২৩
কংগ্রেস - ১২১
বিজেপি- ৪০
জেডিএস-৪০
কেজিপি-৬
অন্যান-১৬
সন্ধে ৭.৩৫: গণনা শেষ। একক সংখ্যাগরিষ্ঠতায় কর্ণাটকে সরকার গড়ল কংগ্রেস। কংগ্রেসের মোট আসন- ১২১, বিজেপি- ৪০, জেডি(এস)-৪০, কেজেপি- ৬, অন্যান্য-১৬।
৪.৫৭: ভোট গণনা শেষ পর্যায়ে। কংগ্রেস ১১৭; বিজেপি ৪০, জেডিএস ৪০, কেজেপি ৭, অন্যান্য ১৬
২টো ১০: কংগ্রেস ১২১; বিজেপি ৩৯; জেডিপি ৩৮; কেজেপি ৮; অন্যান্য ১৭
১টা ১৮: কর্ণাটনে কংগ্রেসের জয় প্রসঙ্গে প্রধানমন্ত্রী মনমোহন সিং জানালেন, "কঠিন লড়াইয়ের জন্য কংগ্রেসকে অভিনন্দন। বিজেপির দুর্নীতির জন্য মানুষ তাঁদের রায় দিয়েছে।"  দুর্নীতি এখন দেশের সবচেয়ে বড় ইস্যু বলেও জানান প্রধানমন্ত্রী।
সোনিয়া গান্ধী জানিয়েছেন, "আমি এই জয়ে খুশি।"
১২.৫২: সংখ্যা গরিষ্ঠতা পেল কংগ্রেস। বিজেপিকে হারিয়ে কর্ণাটকে সরকার গড়বে তাঁরাই।
১২.৩৫: চিদাম্বরম বলেন, "মোদীও বলতে পারেননি তিনি কর্ণাটকে ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন। আমরা কর্ণাটকে স্থায়ী সরকার গঠন করব।"
বেলা ১২টা: সিদ্দারামাইয়ার বাড়ির সামনে বিজয় উৎসব কংগ্রেস সমর্থকদের। তিনিই কর্ণাটকের সম্ভাব্য মুখ্যমন্ত্রী। 
১১.৩৭: ১১৬টি আসনে এগিয়ে কংগ্রেস। ২২৩টি আসনেই গণনা চলছে এখনও।
১১.২৬: কংগ্রেস ১১৮টিতে এগিয়ে, একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ার পথে কংগ্রেস। এখন প্রশ্ন কে হবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।
১১.০৯: কর্ণাটকে সরকার গড়ার পথে কংগ্রেস। তৃতীয় স্থানে রয়ছে বিজেপি। ৪২টি আসনে বিজেপি টেক্কা দিয়েছে জেডিএস।
১০.৫৭: ১০৯টি আসনে এগিয়ে কংগ্রেস।
১০.৪৮: বিজেপি এম.এল.সি. লহের সিং সিরোয়া বলেন, বিজেপি ইয়াদুরাপ্পার সঙ্গে ঠিক করেনি। তাঁকে দলে ফেরাক বিজেপি।
১০.৪৫: ১১১টি আসনে এগিয়ে জয়ের ম্যাজিক ফিগারের কাছাকাছি কংগ্রেস।
১০.৩৫: ১০৭টি আসনে এগিয়ে কংগ্রেস। এই পরিস্থিতিতে সরকার গড়তে বাইরের সমর্থনও প্রয়োজন হতে পারে কংগ্রেসের।
১০.১৩: কংগেস এগিয়ে ৯৯টি আসনে। জেডিইউ এগিয়ে ৪২টিতে। বিজেপি ৩৮টি আসনে এগিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
৯.৪৫টা-- ম্যাজিক ফিগারের খুব কাছে কংগ্রেস। ২২৪ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১১৩টি আসন। কংগ্রেস এখন এগিয়ে ১১১ টিতে
দলের অন্তরকলহের প্রভাব পড়ছে ভোট ব্যাঙ্কে। কর্নাটকে নির্বাচনী ফলাফলের প্রবণতা দেখে মন্তব্য করলেন বিজেপি নেতা প্রকাশ জাভরেকর।
৯.৪০টা- সপ্তম রাউন্ডের গণনা শেষ হল। পরিষ্কার হল বিজেপির ক্ষমতা হাতছাড়া তো হচ্ছেই, প্রধান বিরোধী দলও হয়তো হতে পারবে না।
৯.৩০টা- কংগ্রেস একক সংখ্যা গরিষ্ঠতা থেকে পাঁচটা-দশটা আসন কম পেতে পারে বলে অনুমান। সেক্ষেত্রে কংগ্রেস কি বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার কাছে সমর্থন চাইবে!
বিধানসভা নির্বাচনের আগে কর্নাটকে রাহুল গান্ধীর প্রচারের প্রভাব পড়েছে ভোটব্যাঙ্কে। রাহুল ম্যাজিক কংগ্রেসের পক্ষে মানুষের সমর্থন টানতে সাহায্য করেছে বলে দাবি করলেন দলের নেতা জীতেন্দ্র সিং।
 ৯.২০টা- দিল্লিতে কংগ্রেসের কার্যালয়ের বাইরে উত্‍সব শুরু।
৯.১৫টা-- সময় যত যাচ্ছে পরিষ্কার হচ্ছে বিজেপির ক্ষমতা হাতছাড়া হতে চলেছে। স্থানীয় এক চ্যানেলের খবর কংগ্রেস এগিয়ে ১০৭ টি আসনে, বিজেপি এগিয়ে মাত্র ৩৮টিতে। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার দল জেডিইউ এগিয়ে ৪৪টিতে।
৯টা- কংগ্রেস ৩১ টি আসনে এগিয়ে, বিজেপি ২৩ টিতে। এই প্রথম মনে হচ্ছে কংগ্রেস ফ্রন্টফুটে।
৮.৪৫টা- বিজেপি, কংগ্রেস দুই দলই ১৩টি করে আসনে এগিয়ে। তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে এমনই প্রাথমিক আভাস।
৮.১৩টা- প্রথম যে আসনের খবর এল তাতে এগিয়ে বিজেপি।
সকাল ৮টা- ভোট গণনা শুরু হল। ২৯৪০ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হবে। ২২৩টি আসনের জন্য ভোট গণনা শুরু

.