অনলাইনে আধার কার্ডে নিজের ঠিকানা কীভাবে বদলাবেন জেনে নিন

আধার কার্ডে আমাদের নাম, ঠিকানা, লিঙ্গ, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেল আইডি সমস্ত কিছু উল্লেখ্য থাকে। কিন্তু অনেক সময়েই আমাদের ঠিকানা পাল্টে যায়। তাই প্রয়োজন হয় আধার কার্ডে উল্লেখ্য ঠিকানা বদলানোরও। আপনারও যদি তেমন কোনও প্রয়োজন হয়, তাহলে জেনে নিন কী করবেন।

Updated By: Dec 5, 2016, 05:09 PM IST
অনলাইনে আধার কার্ডে নিজের ঠিকানা কীভাবে বদলাবেন জেনে নিন

ওয়েব ডেস্ক: আধার কার্ডে আমাদের নাম, ঠিকানা, লিঙ্গ, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেল আইডি সমস্ত কিছু উল্লেখ্য থাকে। কিন্তু অনেক সময়েই আমাদের ঠিকানা পাল্টে যায়। তাই প্রয়োজন হয় আধার কার্ডে উল্লেখ্য ঠিকানা বদলানোরও। আপনারও যদি তেমন কোনও প্রয়োজন হয়, তাহলে জেনে নিন কী করবেন।

অনলাইনে কীভাবে আধার কার্ডের নিজের ঠিকানা বদলাবেন জেনে নিন-

১) প্রথমে UIDAI-এর ওয়েবসাইট https://ssup.uidai.gov.in/web/guest/update -এ যান।

২) এবার আপডেট আধার ডিটেলসে ক্লিক করুন। (যেমন ছবিতে দেখানো রয়েছে।)

৩) এবার আপনার আধার নম্বর দিন। এবং OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ড দিন। মনে রাখবেন, যে মোবাইল নম্বর রেজিস্টার করা আছে, সেই মোবাইল নম্বরেই OTP যাবে।

৪) এবার সেই OTP টেক্সট ভেরিফিকেশন বক্সে দিন।

৫) এবার আপনার কাছে অনেকগুলি অপশন আসবে। যেমন, নাম পরিবর্তন, জন্ম তারিখ পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন, ঠিকানা পরিবর্তন প্রভৃতি।

৬) এবার সেই অপশন থেকে ঠিকানা পরিবর্তনের অপশনটি বেছে নিন।

৭) তারপর আপনার নতুন ঠিকানাটি দিন।

৮) এরপর যে যে জরুরি তথ্যগুলি চাওয়া হবে, সেগুলি দিন।

৯) এবার আপনার কাছে দুটি BPO SERVICE PROVIDOR বেছে নেওয়ার অপশন আসবে। যেকোনও একটি বেছে নিন।

১০) এবার সাবমিট করুন।

নিয়ম মেনে সমস্ত তথ্য দেওয়ার পর আপনাকে একটি URN নম্বর দেওয়া হবে। সেই নম্বরটি রেখে দেবেন।

.