পশুখাদ্য কেলেঙ্কারিতে ফের দোষী সাব্যস্ত লালু
চাইবাসা মামলায় দোষী সাব্যস্ত হন লালুপ্রসাদ। তাতে তাঁকে খোয়াতে হয় সাংসদ পদ। সেইসঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রেও জারি হয় নিষেধাজ্ঞা।
নিজস্ব প্রতিবেদন : পশুখাদ্য কেলেঙ্কারিতে ফের দোষী সাব্যস্ত হলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। পাঁচটির মধ্যে চতুর্থ মামলাতেও সোমবার তাঁকে দোষী সাব্যস্ত করেন বিচারক। সেই সঙ্গে এই মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে বেকসুর খালাস করা হয়েছে।
Lalu Prasad Yadav leaves CBI court in Ranchi after being pronounced guilty in Fodder scam (Dumka Treasury) case pic.twitter.com/PbmdprcFR6
— ANI (@ANI) March 19, 2018
এর আগে আরও দুটি পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন লালু প্রসাদ যাদব। সিবিআই-এর বিশেষ আদালত তাঁকে ১৩.৫ বছরের কারাবাসের নির্দেশ দেন। ১৯৯১ থেকে ১৯৯৪ সালের মধ্যে দেওঘরের পশুখাদ্য কেলেঙ্কারিতে রাজস্ব ক্ষতি হয় প্রায় ৮৯ লক্ষ টাকা। সেই দুর্নীতিতে নাম জড়ায় আরজেডি প্রধানের।
এর আগে চাইবাসা মামলায় দোষী সাব্যস্ত হন লালুপ্রসাদ। তাতে তাঁকে খোয়াতে হয় সাংসদ পদ। সেইসঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রেও জারি হয় নিষেধাজ্ঞা। ২০১৭-র ডিসেম্বরে দেওঘর মামলার রায়দান করে সিবিআই-এর বিশেষ আদালত।
আরও পড়ুন- অনাস্থা আনতে ব্যর্থ বিরোধীরা, হট্টগোলের মধ্যে মুলতুবি অধিবেশন