গোল্ডেন গ্লোবে নেই সূরয `পাই` শর্মা

সাতটি ক্যাটেগরিতে নমিনেশন পেয়ে এবছরের গোল্ডেন গ্লোব নমিনেশন তালিকার শীর্ষস্থান দখল করল ড্যানিয়ল ডে লিউইস অভিনীত স্টিভেন স্পিলবার্গের ছবি লিঙ্কন। পাঁচটি ক্যাটেগরিতে নমিনেশন নিয়ে এর ঠিক পরেই আছে ক্যোয়ান্টিন ট্যারান্টিনোর ছবি ইয়াংগো উনচেইন্‌ড আর বেন অ্যাফ্লেকের আরগো।

Updated By: Dec 14, 2012, 08:39 PM IST

সাতটি ক্যাটেগরিতে নমিনেশন পেয়ে এবছরের গোল্ডেন গ্লোব নমিনেশন তালিকার শীর্ষস্থান দখল করল ড্যানিয়ল ডে লিউইস অভিনীত স্টিভেন স্পিলবার্গের ছবি লিঙ্কন। পাঁচটি ক্যাটেগরিতে নমিনেশন নিয়ে এর ঠিক পরেই আছে ক্যোয়ান্টিন ট্যারান্টিনোর ছবি ইয়াংগো উনচেইন্‌ড আর বেন অ্যাফ্লেকের আরগো।
মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের জীবনী 'টিম অফ রাইভালস: দ্য পলিটিকাল জিনিয়াস অফ আব্রাহাম লিঙ্কন' অনুসরণে স্পিলবার্গের এই ছবি সেরা সিনেমা (ড্রামা বিভাগে), সেরা অভিনেতা (ড্যানিয়ল ডে লিউইস), সেরা পরিচালক (স্টিভেন স্পিলবার্গ), সেরা সহ অভিনেতা (টমি লি জোনস), সেরা সহ অভিনেত্রী (স্যালি ফিল্ড), সেরা চিত্রনাট্য (টনি কুশনার) এবং অরিজিনাল স্কোর বিভাগে নমিনেশন পেয়েছে।
সূরয শর্মার অসাধারণ অভিনয়ও জায়গা পেল না অভিনেতা বিভাগের নমিনেশনে। তবে সেরা সিনেমা (ড্রামা বিভাগে), সেরা পরিচালক এবং সেরা অরিজিনাল স্কোর ক্যাটেগরিতে নমিনেশন পেয়েছে অ্যাং লি পরিচালিত 'লাইফ অফ পাই'।
অভিনেত্রী জুডি ফস্টারকে সিনেমা জগতে আজীবনের অবদানের জন্য সিসিল বি ডে মিল সম্মান প্রদান করা হবে। 
আগামী বছরের ১৩ জানুয়ারি গোল্ডেন গ্লোবের পুরস্কার প্রদান অনুষ্ঠান। টিনা ফে এবং অ্যামি পোহলর অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন।

এক ঝলকে দেখে নেব গোল্ডেন গ্লোবের এবছরের নমিনেশন:
সেরা ছবি (ড্রামা)
আরগো
লিঙ্কন
লাইফ অফ পাই
ইয়াংগো উনচেইন্‌ড
জিরো ডার্ক থার্টি
সেরা ছবি (মিউজিকাল অ্যান্ড কমেডি)
দ্য বেস্ট এক্সটিক মেরিগোল্ড হোটেল
লা মিসারলব্‌ল
মুনরাইজ কিংডম
স্যামন ফিশিং ইন দ্য ইয়েমেন
সিলভার লাইনিং প্লেবুক
সেরা অভিনেতা (ড্রামা)
ড্যানিয়ল ডে লিউইস (লিঙ্কন)
রিচার্ড গেয়র (আরবিট্রেজ)
জন হকস (দ্য সিসনস)
হোয়াকিন ফিনিক্স (দ্য মাস্টার)
ডেনজেল ওয়াশিংটন (ফ্লাইট)
সেরা অভিনেত্রী (ড্রামা)
জেসিকা চেসটেইন (জিরো ডার্ক থার্টি)
ম্যারিওন কর্টিলার্ড (রাস্ট আন্ড বোন)
হেলেন মিরেন (হিচকক)
নাওমি ওয়াটস (দ্য ইম্পসিবল)
রেচেল ভাইস (দ্য ডিপ ব্লু সি)
সেরা অভিনেতা (মিউজিকাল অ্যান্ড কমেডি)
জ্যাক ব্ল্যাক (বার্নি)
ব্র্যাডলি কুপার (সিলভার লাইনিং প্লেবুক)
হিউ জ্যাকম্যান (লা মিসারলব্‌ল)
ইওয়ান ম্যকগ্রেগর (স্যামন ফিশিং ইন দ্য ইয়েমেন)
বিল মারে (হাইড পার্ক অন হাডসন)
সেরা অভিনেত্রী (মিউজিকাল অ্যান্ড কমেডি)
এমিলি ব্লান্ট (স্যামন ফিশিং ইন দ্য ইয়েমেন)
জুডি ডেঞ্চ (দ্য বেস্ট এক্সটিক মেরিগোল্ড হোটেল)
জেনিফার লরেন্স (সিলভার লাইনিং প্লেবুক)
ম্যাগি স্মিথ (কোয়র্টেট)
মেরিল স্ট্রিপ (হোপ স্প্রিংস)

.