আরাবুলের পাশেই মদন

ফের আরাবুল ইসলামের পাশে দাঁড়াল দল। নির্বাচনের আগেই ৩০টির মধ্যে ২১টি পঞ্চায়েত সমিতি ও দুটি জেলা পরিষদ বের করে নেওয়ার জন্য রীতিমতো তাঁর প্রশংসা করলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র।

Updated By: Jul 14, 2013, 03:38 PM IST

ফের আরাবুল ইসলামের পাশে দাঁড়াল দল। নির্বাচনের আগেই ৩০টির মধ্যে ২১টি পঞ্চায়েত সমিতি ও দুটি জেলা পরিষদ বের করে নেওয়ার জন্য রীতিমতো তাঁর প্রশংসা করলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র।
কল্যাণ ব্যানার্জির পর এবার মদন মিত্র। তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীদের তরফে নির্বাচন কমিশনকে কটাক্ষ করা চলছেই। রমজান মাসে ভোট করার জন্য আজ কমিশনের সমালোচনা করেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। সেপ্রসঙ্গেই তিনি বলেন, কমিশনকে কখনও সুন্দরী মহিলা বলব না।
কামদুনির রাষ্ট্রপতির কাছে দরবার করতে যাওয়া শাসকদল যে ভালোভাবে নেয়নি, গতকালই শাসনের সভায় তা বুঝিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ ভাঙড়ে সে প্রসঙ্গ তুললেন পরিবহণমন্ত্রী মদন মিত্রও। তাপসী মালিকের প্রসঙ্গ তুলে বললেন, সেসময় তো কেউ মিছিল করে রাষ্ট্রপতির কাছে যাননি।

.