দল চাইলেও দায়িত্ব নিলেন না সোনিয়া, রাহুল, লোকসভায় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খারগে

সংসদে বিরোধী দলনেতা হিসেবে তাঁকেই চেয়েছিলেন সকলে। কিন্তু তাও দায়িত্ব নিজের কাঁধে নিলেন না রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়া হল মল্লিকার্জুন খারগেকে।

Updated By: Jun 2, 2014, 09:47 PM IST

সংসদে বিরোধী দলনেতা হিসেবে তাঁকেই চেয়েছিলেন সকলে। কিন্তু তাও দায়িত্ব নিজের কাঁধে নিলেন না রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়া হল মল্লিকার্জুন খারগেকে।

কংগ্রেসের ভরাডুবির মাঝেও রায়বেরিলি ও আমেঠি থেকে জয় পেয়ে সংসদে এসেছেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। আশা করা হচ্ছিল নিজের কাঁধেই দায়িত্ব তুলে নেবেন তাঁরা। কিন্তু কার্যত দায়িত্ব থেকে সরেই দাঁড়ালেন তাঁরা। এ দিন বর্ষীয়ান কংগ্রেস নেতা জনার্দন দ্বিবেদী লোকসভায় কংগ্রেসের দলনেতা হিসেবে মল্লিকার্জুন খারগের নাম ঘোষনা করেন। যুব কংগ্রেসের প্রধান রাজীব সতভ টুইট করেন, কংগ্রেস যুব নেতৃত্ব রাহুল গান্ধীকেই সংসদে বিরোধী দলনেতা হিসেবে চেয়েছিল। রাহুল তাঁদেরকে সবরকম পরিস্থিতিতে পাশে থাকার ব্যাপারে আশ্বস্ত করেছেন বলেও জানান রাজীব। কিন্তু, লোকসভায় দলনেতার দায়িত্ব নেওয়ার ব্যাপারে উত্‍সাহ দেখাননি।

মল্লিকার্জুন খারগের সংসদে দলনেতা হওয়ার ব্যাপারে মুখ খুলতে চাননি সোনিয়া গান্ধী। লোকসভায় কংগ্রেসের দলনেতা হিসেবে নাম উঠে আসছিল কমল নাথ ও বীরাপ্পা মইলির। চলতি বছরের শেষেই দিল্লি, মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানায় বিধানসভা নির্বাচন।

.