বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পের পক্ষে সওয়াল মোদীর

যুব সম্প্রদায়ই দেশের মূল চালিকাশক্তি। আর সেই যুব সম্প্রদায়কে একসূত্রে গাঁথতে স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পের বাস্তবায়ন জরুরি। বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে আজ এই প্রকল্পের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পনেরোই অগাস্ট স্বাধীনতা দিবসের ভাষণে প্রথম স্টার্ট আপ ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পের কথা শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার পালা প্রকল্প বাস্তবায়নের। নতুন বছরের ষোলই অগাস্ট প্রকল্পের সূচনা হবে বলে রবিবার, মন কি বাত অনুষ্ঠানে জানালেন প্রধানমন্ত্রী। শারীরিক প্রতিবন্ধীরা কোনও না কোনও ভাবে বিশেষ প্রতিভার অধিকারী । তাই শারীরিক প্রতিবন্ধীদের বিকলাঙ্গের পরিবর্তে দিব্যাঙ্গ বলার জন্য দেশবাসীর কাছে আবেদন করেন প্রধানমন্ত্রী। দুর্নীতি রোধে রান্নার গ্যাসের ভর্তুকি সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে পাঠাতে পহল প্রকল্প চালু করেছিল কেন্দ্র। ইতিমধ্যেই এই প্রকল্প গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। ক্রিসমাস ও নতুন বছরের জন্য দেশবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Updated By: Dec 27, 2015, 03:48 PM IST
বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পের পক্ষে সওয়াল মোদীর

ওয়েব ডেস্ক: যুব সম্প্রদায়ই দেশের মূল চালিকাশক্তি। আর সেই যুব সম্প্রদায়কে একসূত্রে গাঁথতে স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পের বাস্তবায়ন জরুরি। বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে আজ এই প্রকল্পের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পনেরোই অগাস্ট স্বাধীনতা দিবসের ভাষণে প্রথম স্টার্ট আপ ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পের কথা শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার পালা প্রকল্প বাস্তবায়নের। নতুন বছরের ষোলই অগাস্ট প্রকল্পের সূচনা হবে বলে রবিবার, মন কি বাত অনুষ্ঠানে জানালেন প্রধানমন্ত্রী। শারীরিক প্রতিবন্ধীরা কোনও না কোনও ভাবে বিশেষ প্রতিভার অধিকারী । তাই শারীরিক প্রতিবন্ধীদের বিকলাঙ্গের পরিবর্তে দিব্যাঙ্গ বলার জন্য দেশবাসীর কাছে আবেদন করেন প্রধানমন্ত্রী। দুর্নীতি রোধে রান্নার গ্যাসের ভর্তুকি সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে পাঠাতে পহল প্রকল্প চালু করেছিল কেন্দ্র। ইতিমধ্যেই এই প্রকল্প গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। ক্রিসমাস ও নতুন বছরের জন্য দেশবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

.