অসহিষ্ণুতার বিরুদ্ধে সামিল বাংলাও, সাহিত্য আকাদেমি পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন লেখিকা মন্দাক্রান্তা সেন

অসহিষ্ণুতার বিরুদ্ধে প্রতিবাদী লেখক-সাহিত্যিকদের মিছিলে এবার সামিল বাংলাও। সাহিত্য আকাদেমি পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন বিশিষ্ট লেখিকা মন্দাক্রান্তা সেন। আজই এই সিদ্ধান্ত আকাদেমির সচিবকে জানাবেন তিনি।

Updated By: Oct 14, 2015, 12:09 AM IST
অসহিষ্ণুতার বিরুদ্ধে সামিল বাংলাও, সাহিত্য আকাদেমি পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন লেখিকা মন্দাক্রান্তা সেন

ওয়েব ডেস্ক: অসহিষ্ণুতার বিরুদ্ধে প্রতিবাদী লেখক-সাহিত্যিকদের মিছিলে এবার সামিল বাংলাও। সাহিত্য আকাদেমি পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন বিশিষ্ট লেখিকা মন্দাক্রান্তা সেন। আজই এই সিদ্ধান্ত আকাদেমির সচিবকে জানাবেন তিনি।

এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না
এই মৃত্যু উপত্যকা আমার দেশ না।

কবির সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে হয়তো এমন কথাই আমরা বলতে চাই একা এবং কয়েকজন। কিন্তু এ কোন পথে চলেছি আমরা!
--=-------
কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলনের মাসুল গুণে  আততায়ীর বুলেটে প্রাণ হারান নরেন্দ্র দাভোলকার।
-----------
মূর্তিপুজোর বিরোধিতা আর লিঙ্গায়েত সম্প্রদায়ের ইতিহাস নিয়ে তাঁর ব্যাখ্যা অনেকের পছন্দ হয়নি। তাই খুন হয়েছেন এম এম কালবুর্গি।
----------------
দু-সপ্তাহ আগে উত্তরপ্রদেশের দাদরিতে গোমাংস খাওয়ার গুজব রটিয়ে  গণপিটুনিতে খুন হন মহম্মদ আখলাক।

প্রতিবাদের সূচনা  করেন  হিন্দি সাহিত্যিক উদয় প্রকাশ। সাহিত্য আকাদেমি পুরস্কার ফিরিয়ে দেন তিনি।  একই পথে হাঁটেন নয়নতারা সেহগলও।

 অসহিষ্ণুতার প্রতিবাদে ইতিমধ্যেই সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার ফিরিয়ে দিয়েছেন কুড়িজনেরও বেশি সাহিত্যিক।

সাহিত্য অ্যাকাডেমির পদ থেকে ইস্তফা দিয়েছেন বিদ্বজ্জনেরা।

এবার একই পথে হাঁটলেন বাংলার আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা  মন্দাক্রান্তা সেন। তিনি চান, অসহিষ্ণুতার  প্রতিবাদে তাঁর এই প্রতীকী  প্রতিবাদ আরও ছড়িয়ে পড়ুক।

প্রতিবাদ চলছেই। কিন্তু  অসহিষ্ণুদের হুঁশ আদৌ ফিরবে কি?

 

.