মণিপুরে আস্থা ভোটে বিজেপিকে সমর্থন করলেন তৃণমূল বিধায়ক

মণিপুরে আস্থা ভোটে বিজেপিকে সমর্থন করলেন তৃণমূল বিধায়ক। আস্থা ভোটে জিতলেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। গোয়ার মত মণিপুরেও পিছিয়ে থেকে ক্ষমতা দখল করল বিজেপি। ষাট সদস্যের বিধানসভায় আঠাশ আসন পেয়েও টানা চারবার মণিপুরে ক্ষমতায় আসা হল না কংগ্রেসের। রাজ্যের একমাত্র তৃণমূল বিধায়ক টি রবীন্দ্র সিং আস্থা ভোটে বিজেপিকে সমর্থন করেন।

Updated By: Mar 20, 2017, 01:57 PM IST
মণিপুরে আস্থা ভোটে বিজেপিকে সমর্থন করলেন তৃণমূল বিধায়ক

ওয়েব ডেস্ক: মণিপুরে আস্থা ভোটে বিজেপিকে সমর্থন করলেন তৃণমূল বিধায়ক। আস্থা ভোটে জিতলেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। গোয়ার মত মণিপুরেও পিছিয়ে থেকে ক্ষমতা দখল করল বিজেপি। ষাট সদস্যের বিধানসভায় আঠাশ আসন পেয়েও টানা চারবার মণিপুরে ক্ষমতায় আসা হল না কংগ্রেসের। রাজ্যের একমাত্র তৃণমূল বিধায়ক টি রবীন্দ্র সিং আস্থা ভোটে বিজেপিকে সমর্থন করেন।

আরও পড়ুন ফের চাগার দিল জাঠ যন্ত্রনা, সোমবার যন্তর মন্তরে বিক্ষোভ দেখাবে জাঠেরা

রাজ্যে বিজেপির বিধায়ক সংখ্যা ২১। আস্থা ভোটে স্পিকার ভোট দেননি। NPP এবং NPF-এর ৪ জন করে বিধায়ক,তৃণমূল, LJP, নির্দল এবং ‍১ কংগ্রেস বিধায়কের সমর্থনে আস্থা ভোটে ৩২টি ভোট পায় বিজেপি।

আরও পড়ুন  ফি জমা দিতে দেরি হওয়ায়, ১৯ পড়ুয়াকে আটকে রাখল স্কুল!

.