মনমোহন পদত্যাগ করবেন না, জানাল প্রধানমন্ত্রী দফতর, ৩ তারিখ সাংবাদিক বৈঠক করবেন সিং

নতুন বছরে নতুন প্রধানমন্ত্রী পেতে চলেছে দেশ! এমন একটা জল্পনা শুরু হয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মনমোহন সিং প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন এমন খবর প্রকাশিত হয় ইংরেজি সংবাদপত্রে। মনমোহনের পরিবর্তে দেশের নতুন প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী। এমন খবরের দিকেও সিলমোহর পড়তে শুরু করেছে।

Updated By: Dec 31, 2013, 02:47 PM IST

প্রধানমন্ত্রী হিসাবে মনমোহন সিং পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিল পিএমও। নতুন বছরে নতুন প্রধানমন্ত্রী পেতে চলেছে দেশ! এমন একটা জল্পনা শুরু হয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মনমোহন সিং প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন এমন খবর প্রকাশিত হয় ইংরেজি সংবাদপত্রে। মনমোহনের পরিবর্তে দেশের নতুন প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী। এমন খবরের দিকেও সিলমোহর পড়তে শুরু করেছে। জানুয়ারি মাসের ৩ তারিখ সাংবাদিকদের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী।

৩ জানুয়ারি ন্যাশানাল মিডিয়া সেন্টারে সাংবাদিক বৈঠক করছেন মনমোহন সিং। সেদিনই নাকি ইস্তফার কথা ঘোষণা করবেন মনমোহন। লোকসভা ভোটের আগে কোণঠাসা কংগ্রেসকে চাঙ্গা করতেই মনমোহনকে সরিয়ে রাহুলকে আনা হচ্ছে। তবে এমনও শোনা যাচ্ছে মনমোহন নাকি নিজেই সোনিয়া গান্ধীর কাছে বিশ্রাম চেয়েছেন।

এমনও শোনা যাচ্ছে ২০১৪ লোকসভা ভোটে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না মনমোহন।

.