নিম্নচাপের জেড়ে রাজ্যজুড়ে অকাল বর্ষণ

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গতকালের মতই সকাল থেকে শুরু হয়েছে ভারী বর্ষণ। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা ও সুন্দরবন অঞ্চলে বৃষ্টির সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়াতেও।

Updated By: May 30, 2013, 10:28 AM IST

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গতকালের মতই সকাল থেকে শুরু হয়েছে ভারী বর্ষণ। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা ও সুন্দরবন অঞ্চলে বৃষ্টির সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়াতেও।
বুধবার সারাদিন ভারী বর্ষণ, সঙ্গে ঝোড় হাওয়ার ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে দীঘার সমুদ্রতট।
গতকালের অবিশ্রান্ত বর্ষণের ফলে যান জটের সৃষ্টি হয় কলকাতা জুড়ে।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, নিম্নচাপের অভিমুখ রাজ্যের উপকূল এবং বাংলাদেশের দিকে। এর জেরে আগামী চব্বিশ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা বন্দরে জারি করা হয়েছে সতর্কতা। দীঘায় মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদেরও সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। 

.