ছত্তিসগড়ে ফের মাওবাদী হামলা, খুন বিজেপি নেতা

ছত্তিসগড়ে ফের মাওবাদী হামলার শিকার হলেন রাজনৈতিক দলের কর্মীরা। সুকমায় গুলি করে মারা হল বিজেপি কর্মী ও সালওয়া জুড়ুম সমর্থক স্বয়ম মুক্কাকে। বস্তারে কংগ্রেস কনভয়ে হামলার পর, একে কোনও বিচ্ছিন ঘটনা হিসেবে দেখছেন না বিশেষজ্ঞরা। মাওবাদীরা পরিকল্পনা করেই সালওয়া জুড়ুমের সঙ্গে যুক্ত একের পর এক রাজনৈতিক নেতাকর্মীকে নিশানা করছে বলে মনে করছেন তাঁরা।

Updated By: May 30, 2013, 09:05 AM IST

ছত্তিসগড়ে ফের মাওবাদী হামলার শিকার হলেন রাজনৈতিক দলের কর্মীরা। সুকমায় গুলি করে মারা হল বিজেপি কর্মী ও সালওয়া জুড়ুম সমর্থক স্বয়ম মুক্কাকে। বস্তারে কংগ্রেস কনভয়ে হামলার পর, একে কোনও বিচ্ছিন ঘটনা হিসেবে দেখছেন না বিশেষজ্ঞরা। মাওবাদীরা পরিকল্পনা করেই সালওয়া জুড়ুমের সঙ্গে যুক্ত একের পর এক রাজনৈতিক নেতাকর্মীকে নিশানা করছে বলে মনে করছেন তাঁরা।
বস্তারের পর সুকমা, ফের মাওবাদী হামলা ছত্তিসগড়ে। ফের নিশানায় রাজনৈতিক কর্মী। ফের নিশানায় সালওয়া জুডুম সমর্থক।
বুধবার সুকমার এড়াবুড়ুতে বিজেপি কর্মী স্বয়ম মুক্কাকে গুলি করে খুন করে মাওবাদীরা। স্বয়ম মুক্কা সালওয়া জুড়ুম সমর্থক। মাওবাদী নিশানায় থাকায় তাঁর নিরাপত্তার ব্যবস্থাও করেছিল ছত্তিসগড় সরকার।
যদিও, বুধবার একটি বিয়েবাড়ি থেকে ফেরার পথে তাঁর সঙ্গে কোনও নিরাপত্তা রক্ষী ছিল না। এই সুযোগেই স্বয়ম মুক্কাকে গুলিতে ঝাঁঝরা করে দেয় মাওবাদীরা। পঁচিশে মে, বস্তারে কংগ্রেস কনভয়ে হামলার পর স্বয়ম মুক্কার হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে নারাজ বিশেষজ্ঞরা। কংগ্রেস কনভয়ে হামলায় দায় স্বীকার করে মাওবাদীরা যে বিজ্ঞপ্তি পেশ করেছিল, তাতে ঝরে পড়ে সালওয়া জুড়ুমের হোতা মহেন্দ্র কর্মার প্রতি তীব্র ঘৃণা। মাওবাদীরা জানায়,
এই ঐতিহাসিক হামলায় অত্যাচারী, খুনি, ধর্ষণকারী, লুঠেরা ও দুর্নীতিপরায়ণ হিসেবে কুখ্যাত মহেন্দ্র কর্মাকে কুকুরের মতো মেরে ফেলা হয়েছে। যার জেরে সমস্ত বস্তার প্রদেশে আজ উত্সবের মেজাজ।
বুধবার মহেন্দ্র কর্মার দেহের ময়নাতদন্তের যে রিপোর্ট পুলিসের হাতে এসেছে, তাতে তাঁর প্রতি মাওবাদীদের তীব্র ঘৃণার বিষয়টিই ফের প্রকাশ্যে এসেছে। ময়নাতদন্তের রিপোর্টে প্রকাশ,  মহেন্দ্র কর্মাকে শরীরে প্রচুর বুলেট ক্ষত রয়েছে।
ছুরি বা কোনও ধারাল অস্ত্র দিয়ে আটাত্তরবার কোপানো হয়েছিল তাঁকে। তারপর ভোঁতা ও ভারী কিছু দিয়ে মহেন্দ্র কর্মার মাথা থেঁতলে দেয় মাওবাদীরা
স্বয়ম মুক্কাকে হত্যা করার পিছনেও সেই একই ঘৃণা কাজ করেছে বলেই ধারনা বিশেষজ্ঞদের। কারণ স্বয়ম মুক্কাও ছিলেন সালওয়া জুড়ুমের সমর্থক। এর আগে নির্বিচারে গণহত্যার কারণে সাধারণ মানুষের মনে মাওবাদীদের সম্পর্কে বিরূপ ধারনার সৃষ্টি হয়েছিল। মাওবাদীদের আত্মসমীক্ষাতেও সেকথা স্বীকার করে নেওয়া হয়েছে। সে কারণেই বস্তারের হামলাতেও সাধারণ মানুষ ও নীচুতলার কংগ্রেস কর্মীর মৃত্যুর ঘটনায় মাওবাদীদের তরফে দুঃখপ্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এবার থেকে বেছে বেছে রাজনৈতিক নেতাদেরই নিশানা করবে মাওবাদীরা। এবং সেই কাজে কংগ্রেস ও বিজেপির মধ্যে যে কোনও বিভেদ করা হবে না তা মাওবাদীদের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। স্বয়ম মুক্কাকে খুন করে মাওবাদীরা ফের একবার তারই প্রমাণ দিল বলে মনে করা হচ্ছে। 

.