মহাকাশে ৩০০ দিন কাটিয়ে দিল মঙ্গলায়ন, লালগ্রহে পৌছতে আর মাত্র ২৩ দিন

মহাকাশে ৩০০ দিন কাটানো হয়ে গেল ভারতের মঙ্গলযান মঙ্গলায়নের। আর মাত্র ২৩ দিন পরই লক্ষ্যে পৌছে যাবে মঙ্গলায়ন।

Updated By: Sep 2, 2014, 04:56 PM IST
মহাকাশে ৩০০ দিন কাটিয়ে দিল মঙ্গলায়ন, লালগ্রহে পৌছতে আর মাত্র ২৩ দিন

চেন্নাই: মহাকাশে ৩০০ দিন কাটানো হয়ে গেল ভারতের মঙ্গলযান মঙ্গলায়নের। আর মাত্র ২৩ দিন পরই লক্ষ্যে পৌছে যাবে মঙ্গলায়ন।

মঙ্গলবার এ দিন ইসরো থেকে টুইট করা হয়, মঙ্গল কক্ষপথ অভিযান ৩০০ দিন পূর্ণ করেছে। আম মাত্র ২৩ দিন পরই আমরা পৌছে যাব মঙ্গলে। এরমধ্যেই ৬২২ মিলিয়ন কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছে মঙ্গলায়ন। এখনও বাকি ১৯৯ মিলিয়ন কিলোমিটার পথ। সেকেন্ডে ২২.২৩ কিলোমিটার বেগে পথ চলছে মঙ্গলায়ন। মোট ৪৫০ কোটি টাকার প্রকল্প যাত্রা শুরু করে ২০১৩ সালের ৫ নভেম্বর। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার স্পেস সেন্টার থেকে যাত্রা করে আগামী ২৪ সেপ্টেম্বর লালগ্রহে পৌছবে মঙ্গলায়ন।

গত সপ্তাহে ইসরো থেকে জানানো হয় যাত্রাপথের ৯০ শতাংশ এরমধ্যেই অতিক্রম করেছে মঙ্গলায়ন।

 

.