মায়াবতীর আশ্বাসে স্বস্তিতে কংগ্রেস

এফডিআই ইস্যুতে সংসদে ভোটাভুটির আগে কংগ্রেস শিবিরকে কিছুটা স্বস্তি দিলেন বিএসপি প্রধান মায়াবতী। নীতিগতভাবে এফডিআই নিয়ে আপত্তি থাকলেও, কোনও সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়ে সরকারের বিরুদ্ধে ভোট দেওয়া কতটা সঙ্গত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিএসপি সুপ্রিমো।

Updated By: Dec 4, 2012, 10:17 AM IST

এফডিআই ইস্যুতে সংসদে ভোটাভুটির আগে কংগ্রেস শিবিরকে কিছুটা স্বস্তি দিলেন বিএসপি প্রধান মায়াবতী। নীতিগতভাবে এফডিআই নিয়ে আপত্তি থাকলেও, কোনও সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়ে সরকারের বিরুদ্ধে ভোট দেওয়া কতটা সঙ্গত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিএসপি সুপ্রিমো।
গতকাল মায়াবতীর সাংবাদিক সম্মেলনের পর সংসদে ভোটাভুটি নিয়ে অনেকটাই নিশ্চিন্ত কংগ্রেস। তবে সভায় ভোটাভুটির সময় বিএসপি সাংসদরা সরকারের পক্ষে ভোট দেবে, নাকি ভোটদানে বিরত থাকবে, তা খোলসা করেননি মায়াবতী। একই সঙ্গে সরকারি চাকরিতে পদোন্নতিতে সংরক্ষণ চালু করার বিল পাশ করানো নিয়ে সরকারের ওপর চাপও বজায় রেখেছেন বিএসপি সুপ্রিমো। মায়াবতীর বক্তব্য কিছুটা ভরসা পেলেও, কংগ্রেস শিবিরকে চাপে রেখে দিয়েছেন মুয়ালম সিং যাদব। সরকারকে ধোঁয়াশার মধ্যে রেখে তিনি জানিয়েছেন এফডিআই ইস্যুতে সংসদেই তাদের অবস্থান জানাবে সপা।

.