চুক্তি লঙ্ঘন, এই নামী সংস্থায় ১০ হাজার কর্মী ছাঁটাই!

Updated By: Aug 22, 2017, 07:56 PM IST
চুক্তি লঙ্ঘন, এই নামী সংস্থায় ১০ হাজার কর্মী ছাঁটাই!

ওয়েব ডেস্ক: উত্তর ও পূর্ব ভারতে সংস্থার ১৬৯টি আউটলেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফাস্টফুড চেইন ম্যাক ডোনাল্ডস। সোমবার এক বিবৃতি দিয়ে জানিয়েছে তারা । প্রসঙ্গত, এখানে তাদের পার্টনার বিক্রম বক্সী কম্পানির সঙ্গে ঝামেলার জেরেই এই বন্ধের সিদ্ধান্ত। এর জেরে প্রায় দশ হাজার কর্মীর কাজ হারানোর সম্ভাবনা রয়েছে।

মার্কিন সংস্থা তাদের বিবৃতিতে জানিয়েছে, এখানে পার্টনার কনট প্লাজা রেস্তোরাঁ প্রাইভেট লিমিটেড তাঁদের সঙ্গে হওয়া চুক্তি লঙ্ঘন করেছে। সেইজন্যে বাধ্য হয়ে তাদের এই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে।

সিপিআরএল বিগত ২৩ বছর ধরে ম্যাকডোনাল্ডস এবং বিক্রম বক্সীর যৌথ উদ্যোগ ছিল। ভারতে ম্যাকডোনাল্ডসে-এর মোট ৪৩০টি আউটলেট রয়েছে। এর মধ্যে দিল্লি-সহ উত্তর এবং পূর্ব ভারতের আউটলেটগুলির ফ্র্যানচাইজি সিপিআরএল-এর কাছে ছিল। দক্ষিণ ও পশ্চিম ভারতে ম্যাকডোনাল্ডস-এর ফ্র্যানচাইজি হার্ডক্যাসল রেস্টরেন্টস। তাই পূর্ব ভারতের মধ্যে কলকাতার আউটলেটগুলিও বন্ধ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

.