শুল্ক কমিয়ে পেট্রল-ডিজেলের দাম কমানোর চেষ্টা, প্রধানমন্ত্রী দফতরে জরুরি বৈঠক

পেট্রল-ডিজেলের উর্দ্ধমুখী দাম নিয়ে ক্রমশ চাপ বাড়ছে কেন্দ্রের উপরে। ফলে তেলের দাম কমানোর ব্যাপারে শেষপ‌র্যন্ত উদ্যোগ নিতেই হল কেন্দ্রকে।

Updated By: May 23, 2018, 04:49 PM IST
শুল্ক কমিয়ে পেট্রল-ডিজেলের দাম কমানোর চেষ্টা, প্রধানমন্ত্রী দফতরে জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদন: পেট্রল-ডিজেলের উর্দ্ধমুখী দাম নিয়ে ক্রমশ চাপ বাড়ছে কেন্দ্রের উপরে। ফলে তেলের দাম কমানোর ব্যাপারে শেষপ‌র্যন্ত উদ্যোগ নিতেই হল কেন্দ্রকে।

সূত্রের খবর, উৎপাদন শুল্ক কমাতে পারে কেন্দ্র। ফলে কমতে পারে পেট্রল-ডিজেলের দাম। এনিয়ে মঙ্গলবার একটি গুরুত্বপর্ণ বৈঠক হল প্রধানমন্ত্রীর দফতরে। সূত্রের খবর আজই এনিয়ে সিদ্ধান্ত হতে পারে।

আরও পড়ুন-পেট্রলের দাম লিটারে ২৫ টাকা কম করতে পারে সরকার, দাবি চিদম্বরমের

জ্বালানীর দাম বাড়া ‌যেখানে আন্তর্জাতিক বাজারের ওপরে নির্ভরশীল সেখানে অনেক প্রশ্ন থেকে ‌যাচ্ছে। ‌যেমন বর্তমানে কলকাতায় পেট্রলের দাম প্রায় ৮০ টাকা। এর অর্ধেকটাই বিভিন্ন ধরনের ট্যাক্স। দামের ৪০-৪২ টাকা কেন্দ্র ও রাজ্যের কর হিসেবে নেওয়া হয়। দাবি উঠছে ওই কর কমানো হোক।

বর্তমানে পেট্রলের ক্ষেত্রে সরকার ‌যে এক্সাইজ ডিউটি নেয় তা হল ১৯ টাকা ৪৮ পয়সা। আর ডিজেলের ক্ষেত্রে এই করের হার ১৫ টাকার কিছু বেশি। মোদী সরকার আসার পর ওই ডিউটি বেড়েছে সাত টাকারও বেশি। প্রশ্ন উঠছে ওই কর নিয়েই্। পাশাপাশি রাজ্য সরকারের ভ্যাট নিয়েও কথা উঠছে। এখন কেন্দ্র শুল্ক কমালে রাজ্য সরকারগুলিকেও বলতে পারবে, তোমরা ভ্যাট কমাও।

আরও পড়ুন-সাম্বা ও কাঠুয়া সেক্টরে পাকিস্তানের নাগাড়ে গুলি; হত ৪, ঘরছাড়া কয়েক হাজার গ্রামবাসী

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর দফতরে এনিয়ে আলোচনা হচ্ছে। এতে মধ্যবিত্তদের উপরে বোঝা কমবে। সেক্ষেত্রে কেন্দ্র বিরোধীদের মুখ কিছুটা বন্ধ করতে পারবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

.