ভোপাল থেকেই লড়তে চান আডবানী, মানাতে মোদী

লালকৃষ্ণ আডবাণীর কেন্দ্র নিয়ে জটিলতা অব্যাহত। ভোপাল থেকে লড়তে চান প্রবীণ এই বিজেপি নেতা। কিন্তু গান্ধীনগর থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। সূত্রের খবর, ভোপাল থেকে লড়তে অনড় লালকৃষ্ণ আডবাণী। আজ সকালে আডবাণীর মান ভাঙাতে তাঁর বাড়িতে যান নরেন্দ্র মোদী। গতকাল থেকেই প্রবীণ এই শীর্ষনেতাকে বোঝাতে আসরে নেমেছেন রাজনাথ সিং, সুষমা স্বরাজরা। আজ মাঠে নামলেন মোদী।

Updated By: Mar 20, 2014, 11:04 AM IST

লালকৃষ্ণ আডবাণীর কেন্দ্র নিয়ে জটিলতা অব্যাহত। ভোপাল থেকে লড়তে চান প্রবীণ এই বিজেপি নেতা। কিন্তু গান্ধীনগর থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। সূত্রের খবর, ভোপাল থেকে লড়তে অনড় লালকৃষ্ণ আডবাণী। আজ সকালে আডবাণীর মান ভাঙাতে তাঁর বাড়িতে যান নরেন্দ্র মোদী। গতকাল থেকেই প্রবীণ এই শীর্ষনেতাকে বোঝাতে আসরে নেমেছেন রাজনাথ সিং, সুষমা স্বরাজরা। আজ মাঠে নামলেন মোদী।

শুধু উত্তরপ্রদেশের বারাণসী নয়, একইসঙ্গে গুজরাতের ভদোদরা থেকেও এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন নরেন্দ্র মোদী। গতকাল বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর দুটি আসন থেকে লড়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের প্রশ্ন, সারা দেশে যদি মোদীঝড় শুরু হয়ে গিয়ে থাকে, তাহলে জয় নিশ্চিত করতে কেন দুটি আসন থেকে লড়তে হচ্ছে গুজরাতের মুখ্যমন্ত্রীকে। যেখানে বারাণসী বিজেপির শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত।

বিজেপি শিবির অবশ্য মোদীর জয় নিয়ে সন্দেহের কথা মানতে নারাজ। তাদের দাবি , গুজরাতের দলীয় কর্মী-সমর্থকদের কথা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, বারাণসীতে মোদীর বিরুদ্ধে লড়তে চেয়ে হাইকমান্ডের কাছে অনুরোধ জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং। দল অবশ্য এখনও এব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি।

.