মোদী তো রাজীব গান্ধীর চেয়ে অনেক বেশি সুরক্ষা পান, বলল কেন্দ্র

মোদী প্রশ্নে ফের সরাসরি বাকযুদ্ধে নেমে পড়ল কেন্দ্রীয় সরকার ও প্রধান বিরোধী দল বিজেপি। এবার প্রসঙ্গ বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সুরক্ষা। পাটনায় মোদীর সভার কাছে বোমা বিস্ফোরণের পর থেকেই গুজরাতের মুখ্যমন্ত্রীর সুরক্ষা নিয়ে সরব হয়েছিল বিজেপি। বিজেপির দাবি ছিল প্রধানমন্ত্রী ও কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধীর সমান সুরক্ষা দেওয়া হোক মোদীকেও।

Updated By: Nov 6, 2013, 05:52 PM IST

মোদী প্রশ্নে ফের সরাসরি বাকযুদ্ধে নেমে পড়ল কেন্দ্রীয় সরকার ও প্রধান বিরোধী দল বিজেপি। এবার প্রসঙ্গ বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সুরক্ষা। পাটনায় মোদীর সভার কাছে বোমা বিস্ফোরণের পর থেকেই গুজরাতের মুখ্যমন্ত্রীর সুরক্ষা নিয়ে সরব হয়েছিল বিজেপি। বিজেপির দাবি ছিল প্রধানমন্ত্রী ও কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধীর সমান সুরক্ষা দেওয়া হোক মোদীকেও।
সেই দাবির জবাবে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরপিএন সিং তোপ দেগেছেন বিজেপির বিরুদ্ধে। টেনে এনেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সুরক্ষার প্রশ্ন। তিনি জানিয়েছেন বিজেপি সমর্থিত ন্যাশনাল ফ্রন্ট সরকার যখন কেন্দ্রে ক্ষমতায় ছিলেন তখন রাজীব গান্ধীর সুরক্ষার জন্য একজন সাব ইন্সপেক্টরকেও নিযুক্ত করেনি তৎকালীন সরকার। আরপিএন সিংয়ের মন্তব্য, ``সম্ভবত সেই কারণেই প্রাণ হারাতে হয়েছিল রাজীব গান্ধীকে।``
বর্তমানে মোদীর সুরক্ষার দায়িত্ব গুজরাত পুলিস ও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডোদের উপর। জয়ললিতার মত `হাই-রিস্ক` মুখ্যমন্ত্রীরাই এই সুরক্ষা পেয়ে থাকেন।
তবে আজ নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে বিজেপি। বিজেপি মুখপাত্র প্রকাশ জাভেদকর জানিয়েছেন, মোদীর সুরক্ষা ব্যবস্থা বারাবার দাবি করলেও বিজেপি মোটেও নির্দিষ্ট করে ঠিক কী ধরনের সুরক্ষা তাঁকে দিতে হবে তার উল্লেখ করেনি। জাভেদকার জানিয়েছেন ``আমাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে অবশ্যই পূর্ণ সুরক্ষা দেওয়া উচিত। মোদী যে সন্ত্রাসবাদীদের মূল টার্গেট তা কেন্দ্রীয় সরকারের ভাল করেই জানা। তা সত্বেও নরেন্দ্র মোদীর বিশেষ সুরক্ষার জন্য সরকার কোনও পদক্ষেপই নিচ্ছে না।``
চলতি বছরের সেপ্টেম্বরে বিজেপি মোদীকে দলীয় প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছেন বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠী মোদীর উপর হামলার ছক কষছে। সে কারণে যে রাজ্যে মোদী নির্বাচনী প্রচারে যাবেন সেখানে হাই অ্যালার্ট জারি করতে হবে। শুধু তাই নয় সংশ্লিষ্ট রাজ্যসরকারকে মোদীর সুরক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে।

.