মোদীর লড়াই ক্ষেত্র নিয়ে আজ ফের বৈঠক বিজেপিতে

প্রার্থী তালিকা প্রকাশে আজ ফের বৈঠকে বসছে বিজেপি। বিজেপির প্রধান মন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি বারানাসী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা চুড়ান্ত হতে পারে আজকের বৈঠকে। সূত্রের খবর মুরলী মনোহর যোশি কানপুর কেন্দ্রের প্রার্থী হতে পারেন। বিজেপি নেতা অরুন জেটলি প্রার্থী হতে পারেন অমৃতসর থেকে।

Updated By: Mar 15, 2014, 11:20 AM IST

প্রার্থী তালিকা প্রকাশে আজ ফের বৈঠকে বসছে বিজেপি। বিজেপির প্রধান মন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি বারানাসী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা চুড়ান্ত হতে পারে আজকের বৈঠকে। সূত্রের খবর মুরলী মনোহর যোশি কানপুর কেন্দ্রের প্রার্থী হতে পারেন। বিজেপি নেতা অরুন জেটলি প্রার্থী হতে পারেন অমৃতসর থেকে।

বিজেপির চতুর্থ দফা প্রার্থী তালিকা প্রকাশের আগে বিএসআর কংগ্রেস প্রধান বি শ্রীরামুলু বিজেপিতে প্রত্যাবর্তন নিয়েও দলের অন্দরে অশান্তির আঁচ। বিজেপি নেত্রী সুষমা স্বরাজ টুইটারেই উগরে দিয়েছেন তার ক্ষোভ বার্তা। শ্রীরামুলুর প্রত্যাবর্তনে তার তীব্র আপত্তি রয়েছে বলে টুইটারে স্পষ্টই জানিয়ে দিয়েছেন বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। খনি মাফিয়া জলন্ধর রেড্ডির সঙ্গে শ্রীরামুলুর ঘনিষ্ট সম্পর্কের অভিযোগ তুলেছেন বিজেপি নেত্রী। বেলারি লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতার তালিকায় সামনের সারিতেই রয়েছে শ্রীরামুলুর নাম।

.