রাজ্যের সঙ্গে সরাসরি সংঘাতে মোর্চা, কাল পাহাড়ে ১২ ঘণ্টার বনধ

লেপচা পর্ষদ গঠন নিয়ে এবার রাজ্য সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে গোর্খা জনমুক্তি মোর্চা। উত্তপ্ত পাহাড়। আগামিকাল পাহাড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে মোর্চা। দার্জিলিং, কার্শিয়ং, এবং কালিম্পংয়ে বনধের ডাক দেওয়া হয়েছে। মোর্চার অভিযোগ, লেপচা পর্ষদ গঠন করে পাহাড়ে সম্প্রীতির বাতাবরণ নষ্ট করতে চাইছে রাজ্য সরকার। এছাড়াও রয়েছে পৃথক গোর্খাল্যান্ডের দাবি।

Updated By: Feb 8, 2013, 12:17 PM IST

লেপচা পর্ষদ গঠন নিয়ে এবার রাজ্য সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে গোর্খা জনমুক্তি মোর্চা। উত্তপ্ত পাহাড়। আগামিকাল পাহাড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে মোর্চা। দার্জিলিং, কার্শিয়ং, এবং কালিম্পংয়ে বনধের ডাক দেওয়া হয়েছে। মোর্চার অভিযোগ, লেপচা পর্ষদ গঠন করে পাহাড়ে সম্প্রীতির বাতাবরণ নষ্ট করতে চাইছে রাজ্য সরকার। এছাড়াও রয়েছে পৃথক গোর্খাল্যান্ডের দাবি।
কয়েকদিন আগেই উত্তরবঙ্গ উত্সবের উদ্বোধন করতে পাহাড় সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সামনেই গোর্খাল্যান্ডের দাবি তোলেন মোর্চা কর্মীরা। ওই সফরের সময়ই পাহাড়ে লেপচা পর্ষদ গঠন করা হবে বলে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। এরপরই রাজ্য সরকারের তরফে পর্ষদ গঠন নিয়ে উদ্যোগ শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আগামিকাল মোর্চার ডাকে বারো ঘণ্টার বনধ। বনধের জেরে পাহাড়ে পর্যটকরা সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা।

.