বন্যা-বিধ্বস্ত জম্মু-কাশ্মীরে ৭৪৫ কোটির প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর

Updated By: Oct 23, 2014, 10:30 PM IST
বন্যা-বিধ্বস্ত জম্মু-কাশ্মীরে ৭৪৫ কোটির প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর

বন্যা-বিধ্বস্ত জন্মু-কাশ্মীরের জন্য সাতশো পঁয়তাল্লিশ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিয়াচেন থেকে ফিরে রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেন তিনি। ভোটের মুখে মোদীর কাশ্মীর সফরকে কটাক্ষ করেছেন বিরোধীরা।  

বন্যার পর গত মাসের সাত তারিখ জম্মু-কাশ্মীরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। এক হাজার কোটি টাকা কেন্দ্রীয় সাহায্যের কথা ঘোষণা করেছিলেন তিনি। দেড় মাসের মাথায় আবার উপত্যকার মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে তাঁর বৈঠকে ত্রাণ ও পুনর্বাসন নিয়ে কথা হয়। দেশের মানুষ ও সরকার জম্মু-কাশ্মীরের পাশে আছে বলে আশ্বাস দেন মোদী। সামনেই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। ভোটের দিকে তাকিয়েই মোদীর এই সফর বলে অভিযোগ বিরোধীদের।

বৃহস্পতিবার শ্রীনগরের রাজভবনে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। মোদীর সফরের প্রতিবাদে এ দিন কাশ্মীরে বনধের ডাক দেয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি।

 

.