দলে 'অবহেলিত' সিধু লড়বেন না নির্বাচনে, জানালেন স্ত্রী

অমৃতসরের বিজেপি এমপি তথা প্রাক্তন ক্রিকেটার নভজত সিং সিধু আসন্ন ২০১৪-এর লোকসভা নির্বাচনে আর প্রতিদদ্বন্দ্বিতা করবেন না। হয়ত সরে দাঁড়াবেন রাজনীতি থেকেও। বুধবার তাঁর স্ত্রী ও বিজেপির মুখ্য সংসদীয় সম্পাদক নভজত কৌর সিধু এ কথা জানিয়েছেন। তিনি জানান দলের মধ্যেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সিধুকে কোণঠাসা করার অভিসন্ধি চলছে। তাই সিধু নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। নভজত কৌরের এই বিস্ফোরক মন্তব্যের পর স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পাঞ্জাবের রাজ্য বিজেপি নেতৃত্ব।

Updated By: Apr 11, 2013, 05:23 PM IST

অমৃতসরের বিজেপি এমপি তথা প্রাক্তন ক্রিকেটার নভজত সিং সিধু আসন্ন ২০১৪-এর লোকসভা নির্বাচনে আর প্রতিদদ্বন্দ্বিতা করবেন না। হয়ত সরে দাঁড়াবেন রাজনীতি থেকেও। বুধবার তাঁর স্ত্রী ও বিজেপির মুখ্য সংসদীয় সম্পাদক নভজত কৌর সিধু এ কথা জানিয়েছেন। তিনি জানান দলের মধ্যেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সিধুকে কোণঠাসা করার অভিসন্ধি চলছে। তাই সিধু নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। নভজত কৌরের এই বিস্ফোরক মন্তব্যের পর স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পাঞ্জাবের রাজ্য বিজেপি নেতৃত্ব।
সিধু পত্নী জানান "স্থানীয় সংবাদমাধ্যমে বেশ কিছুদিন ধরেই বলা হচ্ছে টিভি শো আর অনান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সিধু নাকি তাঁর কেন্দ্রের প্রতি অবহেলা করছেন। কিন্তু আসল সত্যিটা হল দলের মধ্যে ক্রমাগত কোণঠাসা হয়ে যাওয়ার কারণেই সিধু অনান্য কাজে নিজেকে নিয়োজিত করেছেন। একই কারণে লোকসভা নির্বাচনে লড়বেন না সিধু।``
বুধবার ফেসবুকে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে নভজত কৌর লিখেছেন রাজ্য এমনকী অমৃতসরের দলীয় বডিতে অবহেলা করা হয়েছে সিধুকে। তিনি আরও লিখেছেন ``এর ফলে অমৃতসর একজন প্রকৃত নেতাকে হারাতে চলেছে, যিনি এই শহরকে সুন্দর করে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করে গিয়েছেন।``

.