সুকমায় মাওবাদী হামলায় গভীর শোক প্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর, নিহত পুলিসকর্মীদের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য আজ

ফের ছত্তিসগড়ের সুকমায় মাওবাদী হানায় মৃত্যু হল ৭ পুলিসকর্মীর। গতকাল সকালে পোলামপল্লি থানার পিড়ামেল গ্রামের কাছে ঘটনাটি ঘটে। রাজ্য পুলিসের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল যখন জঙ্গলে চিরুনি তল্লাসি চালাচ্ছিল, তখন তাদের ওপর হামলা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ পুলিস কর্মীর। গুরুতর আহত হন ১০ জওয়ান। দু জনের অবস্থা আশঙ্কাজনক।

Updated By: Apr 12, 2015, 09:44 AM IST
সুকমায় মাওবাদী হামলায় গভীর শোক প্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর, নিহত পুলিসকর্মীদের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য আজ
Pic: PTI

ওয়েব: ফের ছত্তিসগড়ের সুকমায় মাওবাদী হানায় মৃত্যু হল ৭ পুলিসকর্মীর। গতকাল সকালে পোলামপল্লি থানার পিড়ামেল গ্রামের কাছে ঘটনাটি ঘটে। রাজ্য পুলিসের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল যখন জঙ্গলে চিরুনি তল্লাসি চালাচ্ছিল, তখন তাদের ওপর হামলা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ পুলিস কর্মীর। গুরুতর আহত হন ১০ জওয়ান। দু জনের অবস্থা আশঙ্কাজনক।

সুকমার পোলামপল্লি থানার পিড়মেল গ্রাম লাগোয়া ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে একদল মাওবাদী। গোপন সূত্রে এখবর পেয়ে শনিবার সকালে সেখানে চিরুনি তল্লাসিতে যায় ছত্তিগড় পুলিসের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল। অভিযান শেষে কানকেরলাঙ্কা ক্যাম্পে ফেরার পথে ডোর্নাপাল-চিন্তাগুফা এলাকায় এসটিএফের জওয়ানদের উপর হামলা চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় পুলিসকর্মীরাও। দীর্ঘক্ষণ ধরে চলে গুলি লড়াই। সংঘর্ষে প্ল্যাটুন কম্যান্ডার শঙ্কর রাও সহ প্রাণ হারান একাধিক পুলিসকর্মী। আহতদের চিকিত্‍সার জন্য হেলিকপ্টারে জগদ্দলপুর নিয়ে যাওয়া হয়।

হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। বর্বরচিত ঘটনা বলে মন্তব্য করেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ডক্টর রামন সিং। হামলার খবর মিলতেই ঘটনাস্থলে যায় সিআরপিএফের বিশাল বাহিনী। হামলাকারীদের সন্ধানে দিনভর জঙ্গলে চলে তল্লাসি। ১৩ তারিখ থেকে বস্তার জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযানের পরিকল্পনা ছিল রাজ্য সরকারের। শনিবারের হামলার প্রেক্ষিতে আপাতত একদিনের জন্য স্থগিত থাকছে অভিযান। জানিয়েছেন  মুখ্যমন্ত্রী রামন সিং। আজ জগদ্দলপুরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মাওবাদী হামলায় নিহত পুলিসকর্মীদের  শেষকৃত্য সম্পন্ন হবে।

.