রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির এক চতুর্থাংশ এটিএমই নিরাপদ নয়, সংসদে জানাল কেন্দ্র

দেশে বেসরকারি ব্যাঙ্কের বাড়বাড়ন্তের মধ্যে এখনও ব্যাঙ্ক ব্যবসার প্রায় ৭০ শতাংশই নিয়ন্ত্রণে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি

Updated By: Jul 21, 2018, 06:10 PM IST
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির এক চতুর্থাংশ এটিএমই নিরাপদ নয়, সংসদে জানাল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বহু এটিএমই নিরাপদ নয়। এমনটাই মনে করছে খোদ সরকার। সংসদে একথা জানাল কেন্দ্র।
কেন নিরাপদ নয়? সরকারের মতে ওইসব এটিএম এখনো ব্যবহার হচ্ছে পুরনো স্যফটওয়ারে। ওই স্যফটওয়ারে নিরাপত্তাসংক্রান্ত আধুনিক ফিচারস নেই। তবে বেসরকারি ব্যঙ্কগুলির এটিএমগুলি কতটা নিরাপদ তা খোলসা করেনি সরকার।
আরও পড়ুন-১৯-এর পাল্টা ২৩-এ বিজেপির ব্রিগেড, প্রধান বক্তা মোদী
দেশে বেসরকারি ব্যাঙ্কের বাড়বাড়ন্তের মধ্যে এখনও ব্যাঙ্ক ব্যবসার প্রায় ৭০ শতাংশই নিয়ন্ত্রণে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। দেশের ৮৯ শতাংশ এটিএমই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির। ফলে গ্রাহকদের এনিয়ে দুঃশ্চিন্তার ‌যথেষ্টই কারণ রয়েছে।
এটিএম জালিয়াতির ভুরি ভুরি অভি‌যোগ পাওয়ার পর গতমাসে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির নিদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করে রিজার্ভ ব্যাঙ্ক। সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে তাদের স্যফটওয়ার আপডেট করতে বলা হয়েছে।
আরও পড়ুন-১৯-এর ব্রিগেড থেকেই হবে দিল্লি দখল : মমতা
উল্লেখ্য, সরকার সংসদে জানিয়েছে ২০১৭ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন প‌র্যন্ত ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতির অভি‌যোগ জমা পড়েছে ২৫ হাজার। ফলে এনিয়ে সরকারকে সাবধান করেছে রিজার্ভ ব্যাঙ্ক।  

 

.