আজ নির্ভয়া কাণ্ডে দোষী নাবালকের মুক্তি রদের আর্জির শুনানি

আজ সুপ্রিম কোর্টে নির্ভয়া কাণ্ডে দোষী নাবালকের মুক্তি রদের আর্জির শুনানি। গতকাল বিকেলে মুক্তি দেওয়া হয় দিল্লি গণধর্ষণের নাবালক অপরাধীকে। বিষয়টিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে লিভ পিটিশন দাখিল করে দিল্লি মহিলা কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ না আসা পর্যন্ত মুক্তি স্থগিত রাখার দাবি জানিয়েছিল কমিশন। কিন্তু প্রত্যাশিত ভাবেই আইন মোতাবেক ছেড়ে দেওয়া হয় নাবালক অপরাধীকে। তারপর আজকের শুনানি স্রেফ প্রহসন বলে ক্ষোভ উগরে দিয়েছে নির্ভয়ার পরিবার। শেষবেলায় নাবালকের মুক্তি আটকাতে দিল্লি মহিলা কমিশন যে তত্‍পরতা দেখিয়েছে, তা লোক দেখানো বলে কটাক্ষ করেছেন নির্ভয়ার বাবা-মা।  

Updated By: Dec 21, 2015, 08:59 AM IST
আজ নির্ভয়া কাণ্ডে দোষী নাবালকের মুক্তি রদের আর্জির শুনানি

ওয়েব ডেস্ক: আজ সুপ্রিম কোর্টে নির্ভয়া কাণ্ডে দোষী নাবালকের মুক্তি রদের আর্জির শুনানি। গতকাল বিকেলে মুক্তি দেওয়া হয় দিল্লি গণধর্ষণের নাবালক অপরাধীকে। বিষয়টিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে লিভ পিটিশন দাখিল করে দিল্লি মহিলা কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ না আসা পর্যন্ত মুক্তি স্থগিত রাখার দাবি জানিয়েছিল কমিশন। কিন্তু প্রত্যাশিত ভাবেই আইন মোতাবেক ছেড়ে দেওয়া হয় নাবালক অপরাধীকে। তারপর আজকের শুনানি স্রেফ প্রহসন বলে ক্ষোভ উগরে দিয়েছে নির্ভয়ার পরিবার। শেষবেলায় নাবালকের মুক্তি আটকাতে দিল্লি মহিলা কমিশন যে তত্‍পরতা দেখিয়েছে, তা লোক দেখানো বলে কটাক্ষ করেছেন নির্ভয়ার বাবা-মা।  

.