নির্ভয়া গণধর্ষণে নাবালক অপরাধীর জেলের মেয়াদ বাড়ানোর আবেদন

নির্ভয়া গণধর্ষণে নাবালক অপরাধীর জেলের মেয়াদ বাড়ানো হোক। দিল্লি হাইকোর্টে এই আবেদন জানাল কেন্দ্রীয় সরকার। আগামী রবিবার ওই অপরাধীর ছাড়া পাওয়ার কথা। কেন্দ্রের যুক্তি, ছাড়া পাওয়ার পর অপরাধী সংশোধন ও পুনর্বাসন নিয়ে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখনও নেওয়া বাকি।

Updated By: Dec 14, 2015, 09:27 PM IST
নির্ভয়া গণধর্ষণে নাবালক অপরাধীর জেলের মেয়াদ বাড়ানোর আবেদন

ওয়েব ডেস্ক: নির্ভয়া গণধর্ষণে নাবালক অপরাধীর জেলের মেয়াদ বাড়ানো হোক। দিল্লি হাইকোর্টে এই আবেদন জানাল কেন্দ্রীয় সরকার। আগামী রবিবার ওই অপরাধীর ছাড়া পাওয়ার কথা। কেন্দ্রের যুক্তি, ছাড়া পাওয়ার পর অপরাধী সংশোধন ও পুনর্বাসন নিয়ে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখনও নেওয়া বাকি।
নাবালক অপরাধী হেফাজতের মেয়াদ বাড়ানোর আর্জিতে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। সরকার ও অভিযোগকারীর বক্তব্য  শোনার রায় স্থগিত রেখেছে দিল্লি হাইকোর্ট। এদিকে, এই পরিস্থিতিতে ফের প্রশ্ন উঠেছে নাবালক অপরাধী সংক্রান্ত আইনটি নিয়ে।
রাজ্যসভায় এই সংক্রান্ত সংশোধনী আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী।     

.