৯১ ফিরবে না ভারতের অর্থনীতিতে, আশ্বাস প্রধানমন্ত্রীর

শেয়ারে বাজারে ধস ও টাকার অবমূল্যায়নের জোড়া ধাক্কায় ভারতীয় অর্থনীতি কিছুটা টালমাটাল হলেও, ১৯৯১-য়ের পরিস্থিতি ফিরবে না। আজ একথা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রধানমন্ত্রী বলেন সেসময় মাত্র দেশের কাছে মাত্র পনেরোদিনের মতো বিদেশী মুদ্রা মজুত ছিল। এখন কমপক্ষে ৬-৭ মাসের মতো বিদেশী মুদ্রা রয়েছে। স্বাভাবিকভাবেই ৯১-য়ের সঙ্গে ২০১৩-র কোনও তুলনা চলে না। চলতি খাতে ঘাটতির পরিমান এই মুহুর্তে কিছুটা বেশি স্বীকার করে নিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, অতিরিক্ত মাত্রায় সোনা আমদানি ও মজুত করার প্রবনতার জন্যই এই পরিস্থিতি। সরকার টাকার দাম স্থির করার লক্ষ্যে সবরকম চেষ্টা চালাচ্ছে বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Updated By: Aug 17, 2013, 07:59 PM IST

শেয়ারে বাজারে ধস ও টাকার অবমূল্যায়নের জোড়া ধাক্কায় ভারতীয় অর্থনীতি কিছুটা টালমাটাল হলেও, ১৯৯১-য়ের পরিস্থিতি ফিরবে না। আজ একথা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রধানমন্ত্রী বলেন সেসময় মাত্র দেশের কাছে মাত্র পনেরোদিনের মতো বিদেশী মুদ্রা মজুত ছিল। এখন কমপক্ষে ৬-৭ মাসের মতো বিদেশী মুদ্রা রয়েছে। স্বাভাবিকভাবেই ৯১-য়ের সঙ্গে ২০১৩-র কোনও তুলনা চলে না। চলতি খাতে ঘাটতির পরিমান এই মুহুর্তে কিছুটা বেশি স্বীকার করে নিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, অতিরিক্ত মাত্রায় সোনা আমদানি ও মজুত করার প্রবনতার জন্যই এই পরিস্থিতি। সরকার টাকার দাম স্থির করার লক্ষ্যে সবরকম চেষ্টা চালাচ্ছে বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

.