নরওয়ে কাণ্ডে জট খুলল না

নরওয়ে কাণ্ডে চক্রান্তের গন্ধ পাচ্ছেন দুই শিশুর দাদু ও ঠাকুমা। অভিজ্ঞান এবং ঐশ্বর্যর বাবা অনুরূপ ভট্টাচার্য তাঁর অভিযোগ থেকে পিছু হঠে কোনওরকম দাম্পত্য কলহের কথা অস্বীকার করেছেন। পুরো বিষয়টিকে ষড়যন্ত্র বলে অভিযোগ সাগরিকার পরিবারের। কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে শিশু হস্তান্তর প্রক্রিয়া থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে শুরু করেছে বিদেশমন্ত্রক। মন্ত্রকের তরফে বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করা হয়েছে। বাতিল করা হয়েছে যুগ্ম সচিবের নরওয়ে সফর।

Updated By: Mar 21, 2012, 06:57 PM IST

নরওয়ে কাণ্ডে চক্রান্তের গন্ধ পাচ্ছেন দুই শিশুর দাদু ও ঠাকুমা। অভিজ্ঞান এবং ঐশ্বর্যর বাবা অনুরূপ ভট্টাচার্য তাঁর অভিযোগ থেকে পিছু হঠে কোনওরকম দাম্পত্য কলহের কথা অস্বীকার করেছেন। পুরো বিষয়টিকে ষড়যন্ত্র বলে অভিযোগ সাগরিকার পরিবারের। কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে শিশু হস্তান্তর প্রক্রিয়া থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে শুরু করেছে বিদেশমন্ত্রক। মন্ত্রকের তরফে বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করা হয়েছে। বাতিল করা হয়েছে যুগ্ম সচিবের নরওয়ে সফর।
মঙ্গলবার একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে অনুরূপ ভট্টাচার্য জানিয়েছিলেন, তাঁর স্ত্রীর মানসিক সমস্যা রয়েছে। এমনকি স্ত্রীর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন বলেও জানিয়েছিলেন অনুরূপ।  
দীর্ঘদিনের লড়াই। সন্তানকে ফিরে পাওয়ার লড়াই। নরওয়ে থেকে যে লড়াইয়ের ঢেউ পৌঁছেছে এদেশে। সরব হয়েছেন দেশবাসী। অনেক সংগ্রাম, অনেক আন্দোলনের পরে, যখন সবেমাত্র আশার আলো দেখা যাচ্ছে, তখনই ছন্দপতন। স্ত্রী সাগরিকার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন অনুরূপ ভট্টাচার্য। এতদিনের এত চেষ্টা মুহূর্তে থমকে যায়। অভিযোগ জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই যদিও তা অস্বীকার করেছেন অনুরূপ ভট্টাচার্য। স্ত্রীর সঙ্গে কোনওরকম সমস্যা নেই বলেই জানিয়েছেন। এই ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিযোগ সাগরিকার পরিবারের।
কিন্তু এই অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী।
শিশু হস্তান্তরের জন্য নরওয়ে রওনা হওয়ার কথা ছিল বিদেশমন্ত্রকের যুগ্ম সচিবের। সেই সফর আপাতত স্থগিত রেখেছে বিদেশমন্ত্রক। নরওয়ের ভারতীয় দূতাবাসের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে।
এরমধ্যে আবার অনুরূপ ভট্টাচার্যের ভাই অরুণাভাস ভট্টাচার্য শিশুদুটির দায়িত্ব নিতে অস্বীকার করেছেন বলেও জল্পনা শুরু হয়েছে। তাই শিশুদুটির বাবা-মা অনুরূপ ও সাগরিকার সঙ্গে কথা বলে সবদিক খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিদেশমন্ত্রকের তরফে জানান হয়েছে।

.