শীঘ্রই জুড়তে চলেছে এআইডিএমকে-র ভাঙা ঘর,ইঙ্গিত পনিরসেলভমের

Updated By: Aug 19, 2017, 05:44 PM IST
শীঘ্রই  জুড়তে চলেছে এআইডিএমকে-র ভাঙা ঘর,ইঙ্গিত পনিরসেলভমের

ওয়েব ডেস্ক: তামিলনাড়ুতে শীঘ্রই জুড়তে চলেছে এআইএডিএমকে-র ভাঙা ঘর। তার ইঙ্গিত এদিন দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পনিরসেলভম। তাঁর কথায়, “আলোচনা চলছে। দু-একদিনের মধ্যেই গোটা বিষয়টির ইতিবাচক নিষ্পত্তি হবে। কোনও অন্তর্দ্বন্দ্ব নেই।”

এআইডিএমকে-র পুরতচি থালাইভা আম্মা গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন পনিরসেলভম। গতকাল রাতে মুখ্যমন্ত্রী পালানিস্বামীর গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেন তিনি।

গতবছর ডিসেম্বরে জয়ললিলার মৃত্যুর পর এআইডিএমকে-র দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত চরমে ওঠে। শশীকলা শিবিরের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন পনিরসেলভম। কয়েকদিন ধরেই দুই গোষ্ঠী আবার এক হতে চাইছে। এজন্য গতকাল রাতে বৈঠকও হয়। কিন্তু সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। গুঞ্জন চলছিল, আজই সম্ভবত দুই গোষ্ঠী মিলে ‌যেতে পারে। পনিরসেলভম অবশ্য জানিয়েছেন, ইতিবাচক ফলই মিলবে। 

আরও পড়ুন,বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন মোদী-শাহ

.