#গো ডিজিটাল, অনলাইন ট্রেন টিকিটে বড়সড় সুবিধা!

নোট বাতিল ঘোষণার একমাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজিটাল ইকোনমির ক্ষেত্রে বেশকিছু পদক্ষেপ করল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বললেন, এবার থেকে অনলাইনে রেলের টিকিট কাটলে মিলবে ০.৫০ শতাংশ ছাড়। মূলত শহরতলির ট্রেনে মান্থলি ও সিজন টিকিটের ক্ষেত্রেই দেওয়া হবে এই ছাড়।

Updated By: Dec 8, 2016, 06:09 PM IST
#গো ডিজিটাল, অনলাইন ট্রেন টিকিটে বড়সড় সুবিধা!

ওয়েব ডেস্ক : নোট বাতিল ঘোষণার একমাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজিটাল ইকোনমির ক্ষেত্রে বেশকিছু পদক্ষেপ করল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বললেন, এবার থেকে অনলাইনে রেলের টিকিট কাটলে মিলবে ০.৫০ শতাংশ ছাড়। মূলত শহরতলির ট্রেনে মান্থলি ও সিজন টিকিটের ক্ষেত্রেই দেওয়া হবে এই ছাড়।

সেইসঙ্গে প্রতি টিকিট পিছু থাকবে ১০ লাখ টাকার জীবনবিমা। শুধু ট্রেনের টিকিটের ক্ষেত্রেই নয়। IRCTC-র মাধ্যমে ট্রেনে খাবারের বুকিং করলেও মিলবে ৫ শতাংশ ছাড়। ১ জানুয়ারি ২০১৭ থেকেই প্রথম ধাপে মুম্বইয়ের শহরতলির ট্রেনের ক্ষেত্রে এই পরিষেবা চালু করা হচ্ছে।

আরও পড়ুন, এবার রেল, বাস ও মেট্রোয় পুরনো ৫০০ টাকার নোট ব্যবহারের সময় কমল

নোট বাতিলের একমাস: কোথায় দাঁড়িয়ে হিসেব, কী বলছে সরকার?

.