বিরল অস্ত্রোপচারে ভারতের সফলতা সারালো পাক কিশোরীকে

বিরল অস্ত্রোপচারে ফের বড়সড় সাফল্য পেল ভারত। পাকিস্তান থেকে গত ফেব্রুয়ারি মাসে ভারতে নিয়ে আসা হয় কোমায় আচ্ছন্ন ১৬ বছর বয়সী মদিহা তারিক শেখকে। ওই কিশোরীর লিভার পুরোপুরি নষ্ট হয়ে গেছিল। চিকিত্‍সকরা মদিহাকে নয়াদিল্লি নিয়ে যাওয়ার পরামর্শ দেন। দিল্লির ইন্দ্রপ্রস্থর অ্যাপোলোর আঠারো জন চিকিত্‍সক দ্রুত লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন।

Updated By: Apr 14, 2013, 10:13 AM IST

বিরল অস্ত্রোপচারে ফের বড়সড় সাফল্য পেল ভারত। পাকিস্তান থেকে গত ফেব্রুয়ারি মাসে ভারতে নিয়ে আসা হয় কোমায় আচ্ছন্ন ১৬ বছর বয়সী মদিহা তারিক শেখকে। ওই কিশোরীর লিভার পুরোপুরি নষ্ট হয়ে গেছিল। চিকিত্‍সকরা মদিহাকে নয়াদিল্লি নিয়ে যাওয়ার পরামর্শ দেন। দিল্লির ইন্দ্রপ্রস্থর অ্যাপোলোর আঠারো জন চিকিত্‍সক দ্রুত লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন।
তেসরা ফেব্রুয়ারি ভাই রিজওয়ানের দেওয়া লিভার প্রতিস্থাপন করা হয় মদিহার শরীরে। দুর্বলতা থাকলেও আগের থেকে এখন অনেকটাই সুস্থ মদিহা। সুস্থ হয়ে দেশে ফিরে সুস্থ স্বাভাবিক জীবন কাটানোর স্বপ্ন দেখছে মহিদা। তবে ভারতেও এসেও ভারী খুশি পাকিস্তানের এই ষোড়শী। নয়াদিল্লি যে তাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছে। নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। 

.