জম্মুতে আক্রান্ত বন্দিকে ফেরত চাইল পাকিস্তান

জম্মুতে জেলে আক্রান্ত বন্দিকে দেশে ফেরানোর আর্জি জানাল পাক সরকার। পাকিস্তান হাইকমিশনের তরফে পেশ করা একটি বিবৃতিতে 'মানবিকতার খাতিরে' ওই বন্দিকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। ভারতের কাছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের সাহায্যও চাওয়া হয়েছে পাকিস্তানের তরফে।

Updated By: May 3, 2013, 11:30 AM IST

জম্মুতে জেলে আক্রান্ত বন্দিকে দেশে ফেরানোর আর্জি জানাল পাক সরকার। পাকিস্তান হাইকমিশনের তরফে পেশ করা একটি বিবৃতিতে 'মানবিকতার খাতিরে' ওই বন্দিকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। ভারতের কাছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের সাহায্যও চাওয়া হয়েছে পাকিস্তানের তরফে।
পাকিস্তানের জেলে আক্রান্ত ভারতীয় নাগরিক সরবজিৎ সিং গতকালই লাহোরের জিন্না হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সরবজিতের মৃত্যুর ২৪ ঘণ্টা পার করে সেই ঘটনার উল্টোপুরান ঘটল ভারতের মাটিতে। শুক্রবার জম্মুর কড়া নিরাপত্তার ঘেরাটোপে আবদ্ধ কোট ভালওয়াল জেলে এক পাকিস্তানি বন্দির উপর হামলা চালালেন আর এক সহ বন্দি। সূত্রে খবর রানা সানাউল্লাহ নামক বছর ৬৫-র ওই পাক বন্দীর উপর আক্রমণ করেন এক প্রাক্তন ভারতীয় সেনা। যিনি নিজেও ওই জেলের এক বন্দি।
গুরুতর আহত অবস্থায় সানাউল্লাহকে জম্মুর সরকারী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সানাউল্লাহর মাথার চোট অত্যন্ত গুরুতর। তিনি বর্তমানে কোমাচ্ছন্ন।
আদতে পাকিস্তানের সিয়ালকোটের বাসিন্দা সানাউল্লাহ গত ১৫বছর ধরে ভারতে বন্দি।
জম্মুর কোট ভালওয়াল জেলে বহু জঙ্গী সহ বর্তমান বন্দির সংখ্যা ৬০০। এদের মধ্যে ৭০ জন পাকিস্তানি।  

.