ওবিসি সংরক্ষণের দাবিতে প্যাটেল সম্প্রদায়ের মহামিছিলে স্তব্ধ মোদীর আহমেদাবাদ

প্যাটেল সম্প্রদায়ের ধর্মঘটে স্তব্ধ মোদীর আহমেদাবাদ। দীর্ঘদিন ধরেই OBC সংরক্ষণের দাবিতে সরব প্যাটেলরা। আজ বনধের পাশাপাশি মহামিছিলের ডাক দিয়েছে তারা। ধর্মঘটকারীদের অনুরোধ, খুব দরকার না থাকলে সাধারণ মানুষ যেন বাড়ি থেকে না বেরোন।

Updated By: Aug 25, 2015, 03:32 PM IST
ওবিসি সংরক্ষণের দাবিতে প্যাটেল সম্প্রদায়ের মহামিছিলে স্তব্ধ মোদীর আহমেদাবাদ

ব্যুরো: প্যাটেল সম্প্রদায়ের ধর্মঘটে স্তব্ধ মোদীর আহমেদাবাদ। দীর্ঘদিন ধরেই OBC সংরক্ষণের দাবিতে সরব প্যাটেলরা। আজ বনধের পাশাপাশি মহামিছিলের ডাক দিয়েছে তারা। ধর্মঘটকারীদের অনুরোধ, খুব দরকার না থাকলে সাধারণ মানুষ যেন বাড়ি থেকে না বেরোন।

স্কুল-কলেজ-অফিস-কাছারি বন্ধ রাখতেও অনুরোধ করা হয়েছে। এদিকে, প্যাটেল সম্প্রদায়কে যে OBC-সংরক্ষণের আওতায় আনা সম্ভব নয়, তা রবিবারই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল। যার জেরে ক্ষোভের পারদ আরও চড়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বেশ কিছু রাস্তা বন্ধ করে দিয়েছে প্রশাসন। আহমেদাবাদে মোতায়েন হয়েছে সতেরোহাজার পুলিসকর্মী। সংরক্ষণ চালু না হলে আগামী দুহাজার সতেরোর বিধানসভা ভোটে রাজ্যে বড়সড় ধাক্কা খাবে বিজেপি। মহামিছিল থেকে হঁশিয়ারি প্যাটেল সম্প্রদায়ের নেতৃত্বের।

.