ভূ-স্বর্গে বিজেপিকে আটকাতে সব রাজনৈতিক দলগুলিকে এক ছাতার তলায় আসার আহ্বান সিপিআইএম-এর

জম্মু-কাশ্মীরে বিজেপিকে আটকাতে সবকটি দলকে জোট বাধার আহ্বান জানালেন সে রাজ্যের সদ্য নির্বাচিত সিপিআইএম বিধায়ক এমওয়াই তারিগামি। এনসি, পিডিপি, কংগ্রেস ও অনান্য নির্দল প্রার্থীদের একমঞ্চে আসার ডাক দিলেন তিনি।

Updated By: Dec 27, 2014, 08:56 PM IST
ভূ-স্বর্গে বিজেপিকে আটকাতে সব রাজনৈতিক দলগুলিকে এক ছাতার তলায় আসার আহ্বান সিপিআইএম-এর

শ্রীনগর: জম্মু-কাশ্মীরে বিজেপিকে আটকাতে সবকটি দলকে জোট বাধার আহ্বান জানালেন সে রাজ্যের সদ্য নির্বাচিত সিপিআইএম বিধায়ক এমওয়াই তারিগামি। এনসি, পিডিপি, কংগ্রেস ও অনান্য নির্দল প্রার্থীদের একমঞ্চে আসার ডাক দিলেন তিনি।

তাঁর মতে বিজেপি আসলে আরএসএস-এর প্রতিচ্ছবি ছাড়া আর কিছুই নয়।

তারিগামি দাবি করেছেন, কিছু বছর আগে হরিয়াণাতে আরএসএস জম্মুকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তাঁর মতে এরপরেও কাশ্মীর উপত্যকায় যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে সেটা 'ঐতিহাসিক ভুল' হবে।  

তারিগামি জানিয়েছেন, ক্ষমতায় এলেই আরএসএস-পলিসি অনুযায়ী রাজ্যকে ভেঙে দেবে বিজেপি। এই 'ভয়ঙ্কর' ভবিষ্যতকে আটকাতে  বিজেপি ছাড়া অনান্য সব  রাজনৈতিক দলগুলিকে এক ছাতার তলায় আসার আহ্বান জানালেন এই বাম বিধায়ক।

 

.