ফের দামি হল পেট্রল-ডিজেল

পেট্রল, ডিজেলের দামের উর্ধ্বগতিতে কোনও ভাবেই রাশ টানতে পারছে না কেন্দ্র। ফলে, ফের দাম বাড়ল জ্বালানির। গত ৫৫ মাসে এটাই পেট্রলের সর্বোচ্চ দাম।

Updated By: Apr 23, 2018, 03:46 PM IST
ফের দামি হল পেট্রল-ডিজেল

নিজস্ব প্রতিবেদন: পেট্রল, ডিজেলের দামের উর্ধ্বগতিতে কোনও ভাবেই রাশ টানতে পারছে না কেন্দ্র। ফলে, ফের দাম বাড়ল জ্বালানির। গত ৫৫ মাসে এটাই পেট্রলের সর্বোচ্চ দাম।

সোমবার থেকে কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে তেলের দাম বাড়ল লিটারপিছু ১০ পয়সা। ফলে এদিন দিল্লিতে পেট্রলের দাম দাঁড়ায় লিটার পিছু ৭৪.৫ টাকা, কলকাতায় ৭৭.২ টাকা, মুম্বইয়ে ৮২.৩৫ টাকা ও চেন্নাইয়ে ৭৭.২৯ টাকা প্রতি লিটার।
আরও পড়ুন-মামলা পিছু ছাড়ছে না পঞ্চায়েত ভোটের!

একইভাবে বাড়ল ডিজেলের দামও। দিল্লিতে লিটারপিছু ডিজেলের দাম হল ৬৫.৭৫ টাকা, কলকাতায় ৬৮.৪৫ টাকা প্রতি লিটার ও মুম্বইয়ে ৭০.০১ টাকা লিটার।
আরও পড়ুন-শাঁখা-সিঁদুর পরে অন্য পুরুষের পাশে হবু স্ত্রী! ফেসবুকে ছবি দেখেই বিয়ে বাতিল
উল্লেখ্য, বেশ কিছুদিন হল পেট্রল ও ডিজেলের দাম বাজারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠাপড়ার উপর নির্ভর করে তেলের দাম রোজই নির্ধারণ করা হচ্ছে।
সোমবার পেট্রলের দাম ১০ পয়সা বাড়ায় এ মাসে তেলের দাম বাড়ল ৯৪ পয়সা-১ টাকা প্রতি লিটার। অন্যদিকে, ডিজেলের দাম বাড়ল ১.৩৫ টাকা-১.৪৪ টাকা প্রতি লিটার।

.