১৫ দিনেই ফের মহার্ঘ পেট্রোল

পনেরো দিনের মধ্যেই বাড়ল পেট্রোলের দাম। ভ্যাট বাদে শুক্রবার মধ্যরাত থেকে লিটার প্রতি এক টাকা ৪০ পয়সা করে পেট্রোলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল তেল বিপণনকারী সংস্থাগুলি। ভ্যাট যোগ করে কলকাতা শহরে পেট্রোলের দাম হল ৭৭ টাকা ৯৯ পয়সা। রাজধানী দিল্লিতে অবশ্য ভ্যাট কম হওয়ার কারণে লিটার প্রতি পেট্রোলের দাম ৭০ টাকা ৭৪ পয়সা।

Updated By: Mar 1, 2013, 08:24 PM IST

পনেরো দিনের মধ্যেই বাড়ল পেট্রোলের দাম। ভ্যাট বাদে শুক্রবার মধ্যরাত থেকে লিটার প্রতি এক টাকা ৪০ পয়সা করে পেট্রোলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল তেল বিপণনকারী সংস্থাগুলি। ভ্যাট যোগ করে কলকাতা শহরে পেট্রোলের দাম হল ৭৭ টাকা ৯৯ পয়সা। রাজধানী দিল্লিতে অবশ্য ভ্যাট কম হওয়ার কারণে লিটার প্রতি পেট্রোলের দাম ৭০ টাকা ৭৪ পয়সা।
গত মাসের ১৬ তারিখই লিটার প্রতি দেড় টাকা করে বাড়ে পেট্রোলের দাম। একই সঙ্গে লিটার প্রতি ৪৫ পয়সা করে বেড়েছিল ডিজেলের দামও।
সরকারি সংস্থাগুলির তরফ থেকে জানান হয়েছে বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণেই দাম বাড়াতে বাধ্য হয়েছে তারা। পেট্রোল ছাড়াও ডিজেলে এখনও লিটার প্রতি ১১ টাকা ২৬ পয়সা, কেরোসিনে ৩৩.৪৩ পয়সা এবং প্রতি রান্নার গ্যাসের সিলিন্ডারে ৪৩৯ টাকা করে লোকসান করে সংস্থাগুলি।
আইওসি জানিয়েছে এই অর্থ বর্ষে তাঁদের ক্ষতির পরিমাণ হবে ৮৬ হাজার ৫০০ কোটি টাকা।

.