এবার থেকে কি প্রত্যেক রবিবার বন্ধ থাকবে দেশের সমস্ত পেট্রোল পাম্প?

১০ মে থেকে যতদিন না পর্যন্ত তাঁদের কমিশন বাড়ানো হচ্ছে, ততদিন পর্যন্ত প্রত্যেক রবিবার পেট্রোল পাম্প বন্ধ থাকবে। পেট্রোল পাম্প মালিকেরা সরকারকে এমনটাই হুমকি দিয়েছিল। তারা এও বলেছিল যে, ১০ মে-র পর থেকে দিনে ৮ ঘণ্টা করে ডিউটি করবেন পেট্রোল পাম্পের কর্মীরা। ১০ মে ‘no purchase day’ হতে চলেছে।

Updated By: Apr 10, 2017, 05:24 PM IST
এবার থেকে কি প্রত্যেক রবিবার বন্ধ থাকবে দেশের সমস্ত পেট্রোল পাম্প?

ওয়েব ডেস্ক: ১০ মে থেকে যতদিন না পর্যন্ত তাঁদের কমিশন বাড়ানো হচ্ছে, ততদিন পর্যন্ত প্রত্যেক রবিবার পেট্রোল পাম্প বন্ধ থাকবে। পেট্রোল পাম্প মালিকেরা সরকারকে এমনটাই হুমকি দিয়েছিল। তারা এও বলেছিল যে, ১০ মে-র পর থেকে দিনে ৮ ঘণ্টা করে ডিউটি করবেন পেট্রোল পাম্পের কর্মীরা। ১০ মে ‘no purchase day’ হতে চলেছে।

সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে যে, এই প্রসঙ্গে Petrol Dealers' Association জানিয়েছে যে, অয়েল মার্কেটিং কোম্পানির পক্ষ থেকে তাদের কমিশন বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়ার পর তারা হুমকি তুলে নিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও কমিশন বাড়ানো হয়নি।

গরীব মানুষদের জন্য ৩ টাকায় ব্রেকফাস্ট, ৫ টাকায় লাঞ্চের পরিকল্পনা যোগী আদিত্যনাথের

গত বছর নভেম্বরে সারাদেশে ধর্মঘট ডেকেছিল পেট্রোলিয়াম ডিলাররা। ৩১ ডিসেম্বর তেল কোম্পানিগুলি কমিশন বাড়ানোর প্রতিশ্রুতি দেয়।

কবে বন্ধ হয়ে যাবে জিও-র সামার সারপ্রাইজ অফার? জেনে নিন

.