হিন্দুস্তান বলেছেন কেন মোদী? মামলা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে

Updated By: Aug 16, 2017, 08:28 PM IST
হিন্দুস্তান বলেছেন কেন মোদী? মামলা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে সবচেয়ে স্বপ্ল দৈর্ঘ্যের ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদী। আগেই ভাষণের দৈর্ঘ্য কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। মোদীর ওই ভাষণ নিয়েই এবার আদালতের দ্বারস্থ হলেন মহারাষ্ট্রের জনৈক আইনজীবী রামা ভিট্টলরাও কালে।

ঔরঙ্গাবাদের বাসিন্দা ওই আইনজীবী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। কেন? মামলাকারীর দাবি, প্রধানমন্ত্রী নিজের ভাষণে হিন্দুস্তান শব্দ‌‌‌‌টির ব্যবহার করেছেন। ‌যা সংবিধান বিরোধী। এনিয়ে থানায় অভি‌যোগ দায়ের করেছেন তিনি।

কালের আরও দাবি, সংবিধানের ১ নম্বর অনুচ্ছেদ অনু‌যায়ী, ভারত বা ইন্ডিয়া বলা ‌যায়। সংবিধানের কোথাও হিন্দুস্তান শব্দ‌টি নেই। প্রধানমন্ত্রী হিসেবে সংবিধান রক্ষার দায় নরেন্দ্র মোদীর। তাঁর ভাষণে দেশভক্ত মানুষের ভাবাবেগে আঘাত লাগতে পারে। কালে চান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহের অভি‌যোগে মামলা করুন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসই। 

.