বিরোধীদের থেকে `গঠনমূলক` সমালোচনা শুনতে চান প্রধানমন্ত্রী

দেশের অর্থিক বৃদ্ধির ওপর পূর্ণ আস্থা রেখে বিরোধী পক্ষকে সরকারের কাজ নিয়ে আরও বেশি গঠন মূলক হওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শুক্রবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী বলেন, "দারিদ্র দূরীকরণে ৭-৮ শতাংশ আর্থিক বৃদ্ধির প্রয়োজন রয়েছে। এই বিষয়ে আমি অরুণ জেটলির সঙ্গে একমত।" ইউপিএ সরকার এই বিষয়টি গুরুত্ব দিয়েই দেখছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।

Updated By: Mar 8, 2013, 06:15 PM IST

দেশের অর্থিক বৃদ্ধির ওপর পূর্ণ আস্থা রেখে বিরোধী পক্ষকে সরকারের কাজ নিয়ে আরও বেশি গঠন মূলক হওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শুক্রবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী বলেন, "দারিদ্র দূরীকরণে ৭-৮ শতাংশ আর্থিক বৃদ্ধির প্রয়োজন রয়েছে। এই বিষয়ে আমি অরুণ জেটলির সঙ্গে একমত।" ইউপিএ সরকার এই বিষয়টি গুরুত্ব দিয়েই দেখছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতির অধিবেশন বার্তার পাল্টা বক্তব্য পেশ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "শিল্পে বিপুল বিনিয়োগ টানতে ৯০-এর দশকেই কংগ্রেস সরকার সংস্কার মূলক আর্থিক নীতি গ্রহণ করে।" রাজ্যসভার বিরোধী দলনেতা অরুণ জেটলির উদ্দেশে মনমোহন সিং বলেন, "কৃষি, আর্থিক বৃদ্ধি প্রভৃতি ক্ষেত্রে সরকারের সমালোচনা করার সময় জেটলিদের আরও গঠন মূলক হওয়া উচিৎ।" এ দিন বিরোধীদের জন্য কটাক্ষের সুরই ছিল প্রধানমন্ত্রীর গলায়।
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের সময় ভারতের আর্থিক বৃদ্ধির প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী বলেন, "২০১২-১৩ সালে ইউপিএ সরকার ক্ষমতা আসার পর থেকে দেশের আর্থিক বৃদ্ধি নজির সৃষ্টি করেছে।"
কৃষি ক্ষেত্রে উন্নয়ন ঘটাতে ও কৃষকদের স্বার্থে গত কয়েক বছরে সরকার কাজ চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।

.