সন্ত্রাস মুক্ত পরিবেশের লক্ষ্যে ভারত-পাক দ্বিপাক্ষিক বৈঠক চেয়ে নওয়াজ শরিফকে চিঠি মোদীর

পাকিস্তানের জাতীয় দিবসে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি সৌহার্দ্যের বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু'দেশের মধ্যেই সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য ইসলামাবাদের সঙ্গে নয়া দিল্লির দ্বিপাক্ষিক বৈঠকের আহ্বান জানিয়ে নওয়াজ শরিফকে চিঠি দিলেন তিনি।  

Updated By: Mar 23, 2015, 04:17 PM IST
সন্ত্রাস মুক্ত পরিবেশের লক্ষ্যে ভারত-পাক দ্বিপাক্ষিক বৈঠক চেয়ে নওয়াজ শরিফকে চিঠি মোদীর

নয়া দিল্লি: পাকিস্তানের জাতীয় দিবসে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি সৌহার্দ্যের বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু'দেশের মধ্যেই সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য ইসলামাবাদের সঙ্গে নয়া দিল্লির দ্বিপাক্ষিক বৈঠকের আহ্বান জানিয়ে নওয়াজ শরিফকে চিঠি দিলেন তিনি।  

টুইট করে মোদী জানিয়েছেন ''পাকিস্তানের মুখ্যমন্ত্রীকে সে দেশের জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়েছি আমি।''

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন যে তাঁর দৃঢ় বিশ্বাস দ্বিপাক্ষিলক আলোচনার মাধ্যমে দু'দেশের মধ্যে বিরোধের অবসান সম্ভব।

১৯৫৬ সালে ২৩ মার্চ সে দেশের সংবিধানে পাকিস্তানকে ইসলামিক প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করা হয়। সেই থেকে এই দিনটিকে জাতীয় দিবস হিসাবে পালন করে চলেছে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র।

আজ, জাতীয় দিবস উপলক্ষ্যে পাকিস্তানের হাই কমিশনার আবদুল বাসিত জানিয়েছেন তাঁর দেশ ভারতের সঙ্গে সমস্ত বিরোধ মিটিয়ে নিতে ইচ্ছুক। ভারতের সঙ্গে হাত মিলিয়ে তাঁর দেশ শান্তি ও উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন তিনি। বাসিতের দাবি, জম্মু-কাশ্মীর সংক্রান্ত সমস্যারও সমাধান চান তাঁরা।

 

.