লোকসভা ভোটের আগে বাক যুদ্ধকে দূরে সরিয়ে হোলির রঙে রঙিন হল রাজনীতির আঙিনা

লোকসভা ভোটের আসর সরগরম। মোদী বনাম রাহুল বাকযুদ্ধের জেরে বিজেপি ও কংগ্রেস শিবিরে বাড়ছে সংঘাতের আবহ।

Updated By: Mar 17, 2014, 08:59 PM IST

লোকসভা ভোটের আসর সরগরম। মোদী বনাম রাহুল বাকযুদ্ধের জেরে বিজেপি ও কংগ্রেস শিবিরে বাড়ছে সংঘাতের আবহ। এরই মধ্যে হোলির দিনটা অন্য মেজাজে পাওয়া গেল রাজনীতিকদের। দশ জনপথে সোনিয়া গান্ধীকে হোলির শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন কংগ্রেস নেতারা। তাঁদের পাল্টা শুভেচ্ছা জানালেন সোনিয়া। এরপর মিষ্টিমুখের আয়োজন।

ওদিকে বিজেপির ভোটযুদ্ধের কাণ্ডারী রাজনাথ সিংয়ের বাড়িতে হোলির আসর জমজমাট। মাইকে বাজছে হোলির গান। চলছে আবীর খেলা। তবে সতর্ক ছিলেন রাজনাথ সিং। কৌশলে এড়ালেন রাজনীতির প্রসঙ্গ। হোলির জমজমাট আসর রামবিলাস যাদবের বাড়িতেও। রামবিলাস এবার সামিল বিজেপির জোটে।ভোজপুরী গানের সঙ্গে চলছে রঙ খেলা। হাজির দলের প্রথম সারির নেতারা। তবে রাজনীতির প্রসঙ্গ এড়িয়ে গেছেন তিনি। চুটিয়ে হোলি খেলেছেন বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি। তিনি অবশ্য মুখ খুলেছেন রাজনীতি প্রসঙ্গে। জানিয়েছেন, দেশ সুশাসন চায়। মোদীর নেতৃত্বেই আসবে সেই সুশাসন।

.